পার্বতীপুরের বিশিষ্ট শিক্ষাবিদ সাবেক উপজেলা জামায়াত আমীর মাওলানা ইয়াকুব আলী (৮৭) ২৭ মার্চ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে হৃদক্রিয়া বন্ধ হয়ে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী পার্বতীপুর উপজেলা আমীর, শহরের জ্ঞানাঙ্কুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সফল প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত), মন্মথপুর ৫৬ জামায়াতের কেন্দ্রীয় ঈদগাহ মাঠের ঈমাম ও অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেগে গেছেন। সন্ধ্যা সাড়ে ৭ টায় জ্ঞানাঙ্কুর ঈদগাহ মাঠে প্রথম জানাযা এবং রাত সাড়ে ১০টায় গ্রামের বাড়ি বায়তুল আমান ফাযিল মাদরাসা মাঠে দ্বিতীয় জানাযা শেষে পারিবারিক করবস্থানে দাফন কার্য সম্পন্ন করা হয়। তাকে দেখার জন্য হাজার হাজার মানুষের ঢল নামে। এ সময় এক হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ইউনিটভুক্ত সদস্য ও সাবেক জেলা আমীর আফতাব উদ্দীন মোল্লা, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সাবেক জেলা আমীর আনোয়ারুল ইসলাম, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও দিনাজপুর জেলা সেক্রেটারি মুহাদ্দিস ড. এনামুল হক, জেলা কর্মপরিষদ সদস্য ও সাবেক ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন, দিনাজপুর জেলা বিএনপির আহবায়ক পার্বতীপুর উপজেলা বিএনপির সভাপতি বিশিষ্ট শিল্পপতি এজেডএম রেজওয়ানুল হক, উপজেলা আমীর ইউসুফ আলীসহ সর্বস্তরের জনগণ জানাযায় উপস্থিত ছিলেন। এদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দিনাজপুর জেলা আমীর অধ্যক্ষ আনিসুর রহমান মাওলানা ইয়াকুব আলীর মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
গ্রাম-গঞ্জ-শহর
নেতৃবৃন্দের শোক
পার্বতীপুরে সাবেক উপজেলা জামায়াত আমীরের ইন্তিকাল
পার্বতীপুরের বিশিষ্ট শিক্ষাবিদ সাবেক উপজেলা জামায়াত আমীর মাওলানা ইয়াকুব আলী (৮৭) ২৭ মার্চ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে হৃদক্রিয়া বন্ধ হয়ে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
Printed Edition
