পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা ৮ দিনের ছুটি শেষে আবারও কর্মচঞ্চল হয়ে উঠেছে দেশের একমাত্র চতুর্দেশীয় বাংলাবান্ধা স্থলবন্দর। গতকাল রোববার (৬ এপিল) সকাল থেকে বাংলাবান্ধা স্থরবন্দরটিতে ভারত, নেপাল ও ভুটান থেকে পণ্য আমদানি-রপ্তানি শুরু হয়।
বন্দর সূত্র জানায়, ২৯ মার্চ থেকে (৫ এপ্রিল) টানা ৮ দিন বন্ধ ছিল বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি রপ্তানি। ভারত, নেপাল ও ভুটানের ব্যবসায়ীসহ কযেকটি সংগঠনের যৌথ আলোচনা সভায় আমদানি-রফতানি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
বাংলাবান্ধা স্থলবন্দর ল্যান্ডপোর্ট লিমিটেডের লিমিটেডের প্রশাসনিক কর্মকর্তা মো: শওকত আলী জানান, দেশের একমাত্র চতুদের্শীয় স্থলবন্দর দিয়ে বাংলাদেশের সাথে ভারত, ভুটান, নেপালের বিভিন্ন প্রকার পণ্য আমদানি-রপ্তানি হয়। ঈদের ছুটি শেষে আজ রোববার সকাল থেকে আবারও বন্দরে কার্যক্রম শুরু হয়েছে।
বাংলাবান্ধা স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির জানান, ঈদুল ফিতর উপলক্ষে স্থলবন্দরের আমদানি-রপ্তানি বন্ধ ছিল। তবে এ সময়ে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশ-ভারত পাসপোর্টধারীদের যাতায়াত কার্যক্রম স্বাভাবিক ছিল।