গাজীপুর মহানগরের চতর শিমুলতলী এলাকার এটিআই (এগ্রিকালচার ট্রেনিং ইনস্টিটিউট) পুনর্বাসন প্রকল্পে বসতবাড়িতে লাগা আগুন নেভাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মোবারক হাওলাদার (৬৫) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এসময় আগুনে পুড়ে মারা যায় ২টি ছাগল।
রোববার (৬ এপ্রিল) ভোররাত ২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হতে পারে। আগুন লাগার সময় বাড়ির মালিক মোবারক হাওলাদার নিজেই পানি এনে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে আগুনে ঘরের বৈদ্যুতিক তার ও মিটার পুড়ে গিয়ে পুরো টিনশেড ঘর বিদ্যুতায়িত হয়ে পড়ে।
এমন পরিস্থিতিতে পাশের ঘরের টিন খুলে বাথরুম থেকে পানি আনতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে হাসপাতালে নেওয়ার পথেই মোবারক হাওলাদারের মৃত্যু হয়।
এ ঘটনায় আহত হয়েছেন মোবারকের ছেলে মাসুম, মেয়ে রোজিনা, মেয়ের জামাতা রুবেল ও প্রতিবেশী হোসেন। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
নিহতের ছোট ভায়রা সারোয়ার হোসেন জানান, টিনশেড ঘরটির এক অংশে রান্নার জ্বালানী ও অপর অংশে দুটি পোষা ছাগল রাখা হতো। মশার উপদ্রব থেকে বাঁচাতে নিয়মিত কয়েল জ্বালানো হতো। ধারণা করা হচ্ছে, কয়েল থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে ঘরের ফ্রিজ, টিভি, আসবাবপত্রসহ প্রায় সব মূল্যবান সামগ্রী পুড়ে যায়। আগুনে মারা যায় ঘরের ভেতরে থাকা দুটি ছাগলও।
নিহতের মেয়ে রোজিনা জানান, "প্রতিবেশীদের চিৎকারে ঘুম ভেঙে গিয়ে দেখি পাশের ঘরে আগুন। বাবা নিজে পানি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন। আমরা কিছুই করতে পারিনি।"
ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট থানায় অবহিত করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন নিহতের পরিবার।