টেকনাফ (কক্সবাজার) সংবাদদাতা : জুলাই যোদ্ধারা ঘুমিয়ে যায় নাই। বাংলাদেশে আবার যদি ফ্যাসিবাদ ফিরে আসার চেষ্টা করলে আবু সাঈদ, মুগ্ধ এবং জুলাই যোদ্ধারা এখানে আবার মোকাবেলা করবে। কক্সবাজারের টেকনাফে যুব জামায়াতে ইসলামীর সমাবেশে এ মন্তব্য করেন কক্সবাজার জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী। সম্প্রতি টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের উচ্চ বিদ্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

তিনি জানান,আমরা যে আন্দোলন শুরু করেছি, সবাইকে ঐক্যবদ্ধ করেন,ঘরে ঘরে ইসলামের দাওয়াত পৌঁছিয়ে দিন। এদেশের গণমানুষকে সাথে নিয়ে দাঁড়ি পাল্লার বিজয় নিশ্চিতের মধ্যদিয়ে আমরা ইসলামের বাংলাদেশ গঠন করবো ইনশাআল্লাহ। সেই বাংলাদেশে যুবকদের সাথে নিয়ে আমরা এগিয়ে যেতে চাই। উখিয়া-টেকনাফে যুবকদেরকে আমরা ঐক্যবদ্ধ করবো। তিনি আরো বলেন, ১০ বছর বয়সে হযরত আলী ইসলামি আন্দোলনে যোগ দিয়ে ইসলামের বিজয়ে অকতোভয়ের ভূমিকা পালন করেছিলেন। একইভাবে ১৭ বছরের যুবক মুহাম্মদ বিন কাশেমও ইসলামের পতাকা উড়িয়েছেন। আজকে যারা এই সমাবেশ বসে আছেন,আপনার হযরত আলী, মুহাম্মদ বিন কাশেমের উত্তরসূরি। তারা যেমন বুকের তাজা রক্ত দিয়ে ইসলামের সীমানাকে সূদুর আরব থেকে সারা পৃথিবীতে ছড়িয়ে দিযেছিলেন, আমার সামনে উপস্থিত আজকের যুবকেরা তাদের উত্তরসূরী হিসেবে ইসলামের অগ্রযাত্রাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, আরেকটি ইসলামের অকতোভয় সৈনিকের ভূমিকা পালন করবেন।

এসময় কক্সবাজার জেলা সমাজ কল্যাণ সম্পাদক অধ্যক্ষ নুরুল হোছাইন সিদ্দিকী, টেকনাফ উপজেলা আমীর মাওলানা মুহাম্মদ রফিকুল্লাহ, উপজেলা জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক ও হোয়াইক্যং ইউনিয়ন আমীর মাওলানা মুহাম্মদ ইবরাহীম,উপজেলা দপ্তর ও অর্থ সম্পাদক মোহাম্মদ হোছাইন,বাহারছড়া ইউনিয়ন সভাপতি মাওলানা মুহাম্মদ ইসলামসহ অন্যান্য নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।