বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা : ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক দেওয়ান মো: নকিবুল হুদা বলেছেন—

“জনগণ যদি আমাকে সুযোগ দেয়, নারীরা পাবে সম্মান। নারী নির্যাতন ও ইভটিজিং বন্ধ হবে। আপনাদের কষ্টের টাকা ও আমানত রক্ষা করব, ইনশাআল্লাহ। দেশের একটি টাকাও বিদেশে পাচার করা হবে না। এদেশের সম্পদ দেশের মানুষের কল্যাণে সঠিকভাবে ব্যবহার করা হবে।”

সম্প্রতি উপজেলার ১২নং উজানচর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “বাঞ্ছারামপুর উপজেলাকে একটি আধুনিক, পরিবেশবান্ধব ও মাদকমুক্ত এলাকায় রূপান্তর করা হবে। দুর্নীতি, চাঁদাবাজি, নারী নির্যাতন ও ইভটিজিং বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষা, স্বাস্থ্য ও জনসেবামূলক কাজে আত্মনিয়োগ করব। দাঁড়িপাল্লায় ভোট দিয়ে ইসলামী মূল্যবোধ, ন্যায়ভিত্তিক সমাজ ও জনকল্যাণে কাজ করার সুযোগ দিন।”

বিশেষ অতিথির বক্তব্য বাঞ্ছারামপুর উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো: শামীম নূর ইসলাম বলেন, “বিগত দিনে সরকারের জুলুম-নির্যাতনের কারণে আমরা আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য জনগণের সামনে তুলে ধরতে পারিনি। এখন আর কোনো বাধা নেই। আমরা জনগণকে সাথে নিয়ে একটি সুন্দর নতুন বাংলাদেশ গড়তে চাই, যেখানে সবার ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হবে।”

সভাপতিত্ব ও উপস্থিতি সভাপতিত্ব করেন ১২নং উজানচর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মোহাম্মদ আলী (লিটন মিয়া)। এছাড়াও উপস্থিত ছিলেন মো: নাছির উদ্দীন মুন্সী, চেয়ারম্যান পদপ্রার্থী, উজানচর ইউনিয়ন মো: আমির হোসেন উজানচর ইউনিয়ন টিমসদস্য ও ০৬ নং ওয়ার্ডের সভাপতি মো: আবু কাউছার মো: লিয়াকত আলী বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ ও কর্মীবৃন্দ সভা সঞ্চালনা করেন উজানচর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো: সাইফুল ইসলাম বাবুল। স্থানীয়রা জানান, প্রার্থীর সরাসরি জনগণের মাঝে উপস্থিতি তাদের কাছে ইতিবাচকভাবে ধরা দিয়েছে।