সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা: সরাইল উপজেলা আশুগঞ্জ উপজেলা বিজয় নগর উপজেলা বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে গ্রামে থেকে গ্রামে উঠান বৈঠক ও বেপক ভাবে গণসোযোগ করে যাচ্ছেন। গতকাল বিজয় নগর উপজেলার চান্দুরা ইউনিয়নে অটো রিক্রশা ও সেলাইর মেশিন উপহার প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান অতিথি জামায়াত মনোনীত (ব্রাহ্মণাবাড়িয়া) ২ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা মোরারক হোসাইন।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজয়নগর উপজেলা আমীর মাওলানা আবু সাইদ, সেক্রেটারী মোজামেল মিয়া, বুধন্তী ইউনিয়ন সভাপতি মোঃ মনিরুল ইসলাম, সেক্রেটারি জুনাঈদ মিয়া, যুব জামাত নেতা কিছমত মোল্লা। উপহার বিতরণ অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়নের নেতা কর্মী উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি বক্তব্য বলেন। আমাকে দাঁড়িপাল্লায় মার্করা ভোট দিয়ে আমাকে জয় যোক্ত করবেন। ইনশাআল্লাহ আমি দুর্নীতি মুক্ত ও চাদাবাজী সন্ত্রাসি মাদক মুক্ত সমাজ গড়ার চেষ্টা করিব।

বাংলা মদ খেয়ে ৩ জন নিহত : সরাইল উপজেলার অরুইল ইউনিয়নে গতকার বাংলা মদখেয়ে ৩ জন মৃত্যুবরণ করেন। মৃত: শম্ভু চৌধুরী (৪৮), পিতা মৃত: নান্টু চৌধুরী, মৃত: শম্ভু চৌধুরী নিকটস্থ আত্মতীজন জানান

গতকাল রাত ১১ টার সময় শ^াসকষ্টজনিত কারণে মৃত্যুবরণ করেন। মৃত: হরিদাস (৪৫), পিতা মৃত: যতিন্দ্র

দাস, ভোর ৬টার সময় অসুস্থ হলে নিজ বাড়ীতে মৃত্যুবরণ করেন। আয়াত উল্লাহ, পিতা মৃত: ইদু মিয়া, শ^াস

কষ্ট দেখা দিলে জেলা সদর সরকরী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত বরণ করেন। এলাকাবাসীর জানান

তারা নিয়মিত বাংলা মদ পান করত, ও মদ পানের কারণে এক সাথে ৩ জনের শ^াস কষ্ট দেখা দেওয়া কয়েক

ঘন্টা ভেবধানে ৩ জন মৃত্যু বরণ করেন। অরুইল ইউনিয়নের দাত্বিয়রত এস আই টিপু সুলতান জানান ভিক

টিমেরর আত্মতীয়জন কেও স্বীকার করে না তারা বাংলা মদ খাওয়ার কারণে মৃত্যু বরণ করিয়াছেন।