গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন জিরানী বাজার এলাকায় একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে ৪২ জন নারী ও পুরুষকে গ্রেপ্তার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)। সোমবার রাতে ড্রিমল্যান্ড গেস্ট হাউজ নামে ওই আবাসিক হোটেলে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে কাশিমপুর থানা পুলিশের একটি দল জিরানী বাজারের ডিমল্যান্ড এলাকায় অবস্থিত ড্রিমল্যান্ড গেস্ট হাউজে অভিযান চালায়। অভিযানে হোটেলের বিভিন্ন কক্ষ থেকে অনৈতিক কাজে লিপ্ত থাকার সন্দেহে ২৩ জন পুরুষ ও ১৯ জন নারীকে আটক করা হয়। অভিযানের সময় হোটেলটির ভেতরের পরিবেশ ও কার্যক্রম সন্দেহজনক হওয়ায় পুলিশ তাৎক্ষণিক এই ব্যবস্থা নেয়।
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে ওই আবাসিক হোটেলটি অনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি মাদক সংশ্লিষ্ট নানা অপকর্মের আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। তাদের দাবি, এর আগেও একাধিকবার পুলিশ সেখানে অভিযান চালালেও অনৈতিক কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়নি।
কাশিমপুর থানার ওসি মোল্লা খালিদ হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে নারীসহ মোট ৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। তারা আবাসিক এলাকায় এ ধরনের অপকর্ম স্থায়ীভাবে বন্ধে নিয়মিত নজরদারি ও কঠোর পুলিশি তৎপরতার দাবি জানান।