নরসিংদী সংবাদদাতা : নরসিংদী পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থীরা তাদের ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যে মহাসড়ক অবরোধ করার আল্টিমেটাম দিয়েছে। নরসিংদী প্রেস ক্লাবে এসে এক ব্রিফিং এর মাধ্যমে তারা এ তথ্য জানিয়েছেন। ব্রিফিংয়ে শিক্ষার্থীরা জানান, বাংলাদেশ কারিগরি ছাত্র আন্দোলনের সঙ্গে একাত্মতা পোষণ করে এই ছয় দফা দাবি জানিয়েছেন।

পাশাপাশি, নির্মাণাধীন চারটি ইঞ্জিনিয়ারিং কলেজ (নড়াইল, নাটোর, খাগড়াছড়ি ও ঠাকুরগাঁও) এ পলিটেকনিক ও মনোটেকনিক হতে পাসকৃত শিক্ষার্থীদের জন্য অস্থায়ী ক্যাম্পাস ও ডুয়েটের আওতাভুক্ত একাডেমিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে আগামী সেশন থেকে শতভাগ সিটে ভর্তির সুযোগ নিশ্চিত করতে হবে।