কাপ্তাই (বান্দরবন) সংবাদদাতা : অবৈধ অস্ত্র উদ্ধারসহ সন্ত্রাসীদের গ্রেপ্তার করা না গেলে নির্বাচনে সুষ্ঠু পরিবেশ নিয়ে শঙ্কা রয়েছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. এটিএম রেজাউল করিম।
বুধবার ও বৃহস্পতিবার (২১ ও ২২ জানুয়ারি)বিকেলে হোসনাবাদ ইউনিয়নের ৯ নং ওয়ার্ড কাপ্তাই রেশম বাগান সংলগ্ন মারমাপাড়া, বাদশা মাঝির ঘোনা, সাদেকের ঘোনা, কুব্বাতের ঘোনাসহ বিভিন্ন এলাকায় নির্বাচনী গণসংযোগ করাকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
এ সময় উপস্থিত ছিলেন- চন্দ্রঘোনা জামায়াতে ইসলামী নায়েবে আমীর লোকমান হোসাইন, রাঙ্গুনিয়া উপজেলার নায়েবে আমীর মাওলানা শওকত হোসেন, জামায়াত নেতা রাশেদুল ইসলাম তালুকদার, রাঙ্গুনিয়া যুব ফোরামের সভাপতি সরোয়ার হোসেন, মোঃ কাউসার প্রমুখ।
রেজাউল করিম বলেন, আমি এই মাটির সন্তান, এই এলাকার মানুষের সুখ-দুঃখের অংশীদার। রাঙ্গুনিয়ার বিভিন্ন এলাকায় অপার সম্ভাবনাকে কাজে লাগিয়ে একটি ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী সমাজ গড়তে চাই। সভায় ডা. এটিএম রেজাউল করিম রাঙ্গুনিয়ার উন্নয়ন ও জনকল্যাণে ২০ দফা কর্মপরিকল্পনা উপস্থাপন করেন।
তিনি আরও জানান, তার ২০ দফা পরিকল্পনার মধ্যে রয়েছে চট্টগ্রাম-কাপ্তাই সড়ক চার লেনে উন্নীতকরণ, মরিয়মনগর–রাণীরহাট ডিসি রোড প্রশস্তকরণ, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, গুমাই বিল রক্ষা, মাদকরোধে পদক্ষেপ, কর্ণফুলী নদীর দূষণরোধ এবং প্রবাসীদের জন্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন।