ফেনী সংবাদদাতা : ফেনীর-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ডাঃ ফখরুদ্দিন মানিকের সমর্থনে ও দাঁড়িপাল্লার পক্ষে গতকাল শনিবার সকালে দাগনভূঞা আতাতুর্ক হাই স্কুল ময়দানে এক বিরাট প্রীতি সমাবেশ ও উপজেলা ব্যাপী এক মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। উপজেলা আমীর মাওলানা গাজী সালেহ উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা কামরুল আহসানের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন জামায়াত মনোনীত প্রার্থী ও ঢাকা মহানগর উত্তর জামায়াতের সহকারী সেক্রেটারি, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ডাঃ ফখরুদ্দিন মানিক।এতে বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মুফতি আবদুল হান্নান ও এফবিসিসিআইয়ের পরিচালক, দাগনভূঞা উন্নয়ন পরিষদের সভাপতি মেজবাহ উদ্দিন সাঈদ। এতে অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুর রহিম, সোনাগাজী উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ মোস্তফা, দাগনভূঞা উপজেলা সাবেক আমীর বিশিষ্ট মুক্তিযোদ্ধা নুর নবী দুলাল, উপজেলা জামায়াতের সেক্রেটারি কামাল উদ্দিন পাটোয়ারী, দাগনভূঞা পৌর সেক্রেটারি আবু সাঈদ, ঢাকা মহানগরী উত্তর রামপুরার আমীর মোহাম্মদ উল্লাহ, দাগনভূঞা বিআরডিবির চেয়ারম্যান ও সাবেক কমিশনার নজির আহমদ সহ বিভিন্ন ইউনিয়ন নেতৃবৃন্দ।
প্রধান অতিথি ডাঃ ফখরুদ্দিন মানিক বলেন, আমরা একটি শোষণ ও বৈষম্যহীন সাম্যের বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। যেখানে থাকবে না কোন চাঁদাবাজি, দখলবাজি, অন্যায়, অনাচার, গুম, খুন, আয়না ঘর।তিনি বলেন, জুলাই বিপ্লবের পর আমরা ভেবেছিলাম সকল অপরাজনীতির অবসান ঘটেছে। কিন্তু দুর্ভাগ্যের সাথে আমরা দেখতে পাচ্ছি আবার নতুন করে ইসলামের বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র শুরু হয়েছে। তিনি বলেন, যদি আবারও আমাদের জীবন দিতে হয় আমরা সেজন্য প্রস্তুত রয়েছি।
মুফতি আবদুল হান্নান বলেন, আমরা জান্নাতের টিকিট বিক্রি করিনা আমরা সবাইকে নিয়ে জান্নাতে যেতে চাই। তিনি হিংসা-বিদ্বেষ গুজব ছড়ানোর নোংরা রাজনীতি পরিহার করার আহ্বান জানান।