চাটখিল (নোয়াখালী) সংবাদদাতা: “আমরা শহীদি মৃত্যুকে আলিঙ্গন করতে শিখেছি, পালাতে শিখি নাই। ভারত কিংবা লন্ডন আমাদের ঠিকানা নয়- আমরা দেশ ও মাটিকে ভালোবাসি। এই মাটিতে আল্লাহর দিন কায়েম করতে আমরা হাসিমুখে জীবন বিলিয়ে দিতে প্রস্তুত।”- এ প্রত্যয় ব্যক্ত করে নোয়াখালীর চাটখিলে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ১৮২তম শহীদ মাহমুদুল হোসাইনের শাহাদাত বার্ষিকীতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক হাফেজ আবু মূসা।
শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টায় চাটখিল কামিল মাদ্রাসা মাঠে দোয়া ও আলোচনা সভার মধ্য দিয়ে এই শাহাদাত বার্ষিকী পালন করা হয়।
এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত নোয়াখালী- ১ (চাটখিল-সোনাইমুড়ি আংশিক) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ সাইফ উল্যাহ, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নোয়াখালী শহর সভাপতি ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য হাবিবুর রহমান আরমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী চাটখিল উপজেলা আমীর মাওলানা মহিউদ্দিন হাছান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নোয়াখালী জেলা উত্তর সভাপতি দাউদ ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী চাটখিল পৌরসভা আমীর মাওলানা আক্তার হোসেন সহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে শহীদ মাহমুদুল হোসাইনের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন চাটখিল পৌরসভা জামায়াতের নায়েবে আমীর মাওলানা রাকিব উদ্দিন।