দৈনিক সংগ্রাম পত্রিকার কালীগঞ্জ উপজেলা প্রতিনিধি এবং ‘কৃষি ভাই’ হিসেবে পরিচিত সিনিয়র সাংবাদিক মিজানুর রহমানের মা মরহুমা শামসুন্নাহার (৭৫) ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘদিন ধরে স্ট্রোকজনিত বিভিন্ন জটিলতায় ভুগে রোববার বিকেলে ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মরহুমা শামসুন্নাহার ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের বাসিন্দা এবং মারফত উল্লাহ মাস্টারের সহধর্মিণী ছিলেন। মৃত্যুকালে তিনি চার ছেলে, দশ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
রোববার রাত সাড়ে সাতটায় মরহুমার নিজ গ্রামে প্রথম জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। পরদিন সোমবার সকালে দ্বিতীয় জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
জানাযার নামাজে ঝিনাইদহ জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আব্দুল আওয়াল, সহকারী সেক্রেটারি তাজুল ইসলাম, ঝিনাইদহ-৪ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাওলানা আবু তালিবসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এদিকে সাংবাদিক মিজানুর রহমানের মায়ের ইন্তিকালে ঝিনাইদহ জেলা জামায়াতে ইসলামীর আমীর ও ঝিনাইদহ-২ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী আলী আজম মো. আবুবকর, ঝিনাইদহ-৪ আসনের এমপি প্রার্থী মাওলানা আবু তালিব, ঝিনাইদহ-৩ আসনের এমপি প্রার্থী প্রফেসর মতিয়ার রহমান এবং ঝিনাইদহ-১ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী এস এম মতিউর রহমান,ঝিনাইদহ জেলা মিডিয়া বিভাগসহ জেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। শোকবার্তায় তারা মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।