গ্রাম-গঞ্জ-শহর
খামারীদের মাঝে উপকরণ বিতরণ
কুষ্টিয়ার কুমারখালীতে প্রাণিসম্পদ অধিদপ্তরের আধুনিক প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প এলডিডিপি এর আওতায় ২৩জন পিজি খামারীদের মাঝে উপকরণ বিতরণ করা হয়েছে।
Printed Edition
কুষ্টিয়ার কুমারখালীতে প্রাণিসম্পদ অধিদপ্তরের আধুনিক প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প এলডিডিপি এর আওতায় ২৩জন পিজি খামারীদের মাঝে উপকরণ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালের আয়োজনে প্রাণিসম্পদ দপ্তরের সামনে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান। অন্যান্যের মধ্যে কুমারখালী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সোহাগ মাহমুদ, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ সজল দাস, উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা ইউনুস আলী, এখলাছ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।