DailySangram-Logo-en-H90
ই-পেপার আজকের পত্রিকা

গ্রাম-গঞ্জ-শহর

'কোরআনের শিক্ষা বাধ্যতামূলক হলে বিড়ি টানার মতো অনৈতিক দাবিতে আন্দোলন হবে না'

পবিত্র রমজান মাস কোরআন নাজিলের মাস। এ মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত ও তার শিক্ষা বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরে গাজীপুর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি কামরুল ইসলাম নোমানী বলেছেন, "দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে কোরআনের শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। তাহলেই নৈতিকতা ও শুদ্ধতা প্রতিষ্ঠিত হবে এবং রমজান মাসে দিনের বেলায় প্রকাশ্যে ধূমপানের স্বাধীনতার দাবিতে আন্দোলনের মতো অনৈতিক ঘটনা আর ঘটবে না।"

স্টাফ রিপোর্টার, গাজীপুর
khatib-gazipur
গাজীপুর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি কামরুল ইসলাম নোমানী।

পবিত্র রমজান মাস কোরআন নাজিলের মাস। এ মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত ও তার শিক্ষা বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরে গাজীপুর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি কামরুল ইসলাম নোমানী বলেছেন, "দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে কোরআনের শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। তাহলেই নৈতিকতা ও শুদ্ধতা প্রতিষ্ঠিত হবে এবং রমজান মাসে দিনের বেলায় প্রকাশ্যে ধূমপানের স্বাধীনতার দাবিতে আন্দোলনের মতো অনৈতিক ঘটনা আর ঘটবে না।"

শুক্রবার (৭ মার্চ) জুমার খুতবায় খতিব বলেন, "আমাদের প্রকৃত নৈতিক মানুষ হতে হলে কোরআনের শিক্ষার কোনো বিকল্প নেই।" তিনি আরও বলেন, সমাজে ন্যায়বিচার ও শান্তি প্রতিষ্ঠার জন্য ব্যক্তি, পরিবার ও রাষ্ট্রীয় পর্যায়ে কোরআনের বিধান অনুসরণ করতে হবে।

এসময় তিনি ব্যবসায়ীদের সতর্ক করে বলেন, "রমজানকে কেন্দ্র করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি করা থেকে বিরত থাকতে হবে। অধিক মুনাফার আশায় সাধারণ মানুষকে কষ্ট দিলে তা বড় ধরণের অন্যায় হবে।"

তিনি সরকারি নির্দেশনা মেনে বাসাবাড়ি, অফিস-আদালত ও ব্যবসা প্রতিষ্ঠানে এসি ব্যবহারে সতর্ক থাকার পরামর্শ দেন এবং বিদ্যুৎ সাশ্রয়ের ওপর গুরুত্বারোপ করেন।

মুফতি কামরুল ইসলাম নোমানী বলেন, "রমজান শুধু রোজা রাখার মাস নয়, এটি আত্মশুদ্ধি, সংযম ও ধৈর্যের শিক্ষা গ্রহণের মাস। আমাদের ব্যক্তিগত ও সামাজিক জীবনে রমজানের শিক্ষা বাস্তবায়ন করতে হবে, তবেই একটি শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভব হবে।"