জেলা প্রশাসন কিশোরগঞ্জ ও সমবায় বিভাগের যৌথ উদ্যোগে “৫৪ তম জাতীয় সমবায় দিবস ২০২৫” উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে জাতীয় পতাকা উত্তোলন ও সাদা পায়রা অবমুক্ত করার মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক (যুগ্মসচিব) ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ফৌজিয়া খান। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধিবৃন্দ, সরকারি কর্মকর্তা-কর্মচারি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বিভিন্ন ক্যাটাগরিতে ১৫টি সমবায় সমিতিকে পুরস্কার প্রদান করা হয়।