নীলফামারী সংবাদদাতা : অর্থাভাবে ক্যান্সারে আক্রান্ত দাখিল পরীক্ষার্থী নাঈম ইসলামের চিকিৎসা করাতে পারছেন না তার দরিদ্র পিতা। ছেলের চিকিৎসার খরচ যোগাতে এখন নিঃস্ব পরিবারটি। চিকিৎসার অভাবে দিন দিন নাঈমের অবস্থার অবনতি ঘটছে। ছেলের চিকিৎসার জন্য সমাজের বিত্তবানদের কাছে সাহায্যের হাত বাড়িয়েছেন পরিবারটি।
নীলফামারীর ডোমার উপজেলার পাঙ্গা মটকুপুর ইউনিয়নের মেলাপাঙ্গা ফকিরপাড়া গ্রামের দরিদ্র জহুরুল ইসলামের ছেলে নাঈম। তিন ভাই-বোনের মধ্যে সবার ছোট সে। পাঙ্গা চৌপতি আব্দুল মজিদ আলিম মাদ্রাসার দাখিল পরীক্ষার্থী। তার স্বপ্ল ছিল পড়া-লেখা করে বড় আলেম হয়ে দেশ ও মানুষের খেদমত করার। কিন্তু তার সেই স্বপ্নের পথে বাঁধা হয়ে দাঁড়িয়েছে মরণব্যাধি ক্যানসার। টাকার অভাবে তার চিকিৎসা প্রায় থেমে গেছে। বেঁচে থাকার প্রবল ইচ্ছা আর স্বপ্নকে বুকে নিয়ে বাঁচার আকুতি জানিয়েছে সে।
নাঈমের বাবা জহরুল আলম জানান, "লিম্ফোব্লাস্টিক লিম্ফোমা" নামের ক্যান্সারে আক্রান্ত হয়েছে নাঈম।
নাঈমের শিক্ষক আবু বকর সিদ্দিক জানান, “নাঈম অত্যন্ত মেধাবী ছাত্র। এবারের দাখিল পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল তার। কিন্তু দীর্ঘদিন ক্লাসে অনুপস্থিত থাকায় খোঁজ নিয়ে জানতে পারি সে ক্যান্সারে আক্রান্ত। তার চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় ১০ লাখ টাকা, যা তার পরিবারের সামর্থ্যের বাইরে। তাই সবার কাছে আমরা সহযোগিতার আবেদন করছি।
নাঈমের পরিবারের সঙ্গে যোগাযোগ ও তাঁর চিকিৎসায় সহযোগিতা করতে পারেন এই নম্বরে ০১৩১২-৫৬৯৪৮৭ (ব্যক্তিগত বিকাশ, নগদ ও রকেট)।