শরীয়তপুর সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল বলেছেন, ইসলামী আদর্শের ভিত্তিতে পরিবার, সমাজ ও রাষ্ট্র গঠন করতে হলে ইসলাম ও সমসাময়িক বিভিন্ন বিষয়ে জ্ঞানার্জনের কোনো বিকল্প নেই। মানবরচিত মতাদর্শের বিপরীতে ইসলামী আদর্শের শ্রেষ্ঠত্ব, সৌন্দর্য মানুষের সামনে তুলে ধরার জন্য নিজেদের অনুকরণীয় মডেল হিসেবে উপ¯’াপন করতে হবে। মানব কল্যাণে অন্য সবার চেয়ে জামায়াতে ইসলামীর সদস্যদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তিনি গতকাল শনিবার শরীয়তপুর পৌরসভা অডিটোরিয়ামে শরীয়তপুর জেলা জামায়াতে ইসলামী আয়োজিত জেলা- উপজেলা শূরা ও কর্মপরিষদ সদস্য এবং শাখা আমীরদের দিনব্যাপী শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরও বলেন মানুষ এখন বাংলাদেশ বিনির্মানে সৎ ও যোগ্য নেতৃত্বের দিকে তাকিয়ে আছে। গণমানুষের সেই আশা আকাংক্ষা পূরণের লক্ষে জামায়াতের সকল পর্যায়ের দায়িত্বশীলদের অবশ্যই অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
শরীয়তপুর জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুর রব হাশেমীর সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা মো: মাসউদুর রহমানের পরিচালনায় শিক্ষা শিবিরে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুর অঞ্চল টিম সদস্য ও শরীয়তপুর জেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা খলিলুর রহমান, ফরিদপুর অঞ্চল টিম সদস্য এ্যাড. আজমল হোসাইন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় কোষাধ্যক্ষ ও শরীয়তপুর-৩ আসনে জামায়াত মনোনিত প্রার্থী মো: আজহারুল ইসলাম, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ফরিদপুর জেলা জামায়াতের নায়েবে আমীর আবু হারিচ মোল্লা, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও শরীয়তপুর জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা কেএম মকবুল হোসাইন, জেলা শূরা সদস্য মাওলানা জাফর আহাম্মদ, শরীয়তপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো: শহিদুল ইসলাম প্রমুখ।