গ্রাম-গঞ্জ-শহর
ডুয়েটে ইনোভেটিভ টেক্সটাইল রিসার্চ কম্পিটিশন অনুষ্ঠিত
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রো ভিসি অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার ও বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির ভারপ্রাপ্ত ভিসি অধ্যাপক ড. আইয়ূব নবী খান। জাপানের ফুকই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. কোজি নাকানে ও অধ্যাপক ড. হিরোগাকি কাজুমাসা অনুষ্ঠানে কি-নোট স্পিকার হিসেবে বক্তব্য রাখেন।

স্টাফ রিপোর্টার, গাজীপুর: ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর-এ “ইনোভেটিভ টেক্সটাইল রিসার্চ কম্পিটিশন-২০২৫চ্ (আইটিআরসি-২০২৫) অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ মার্চ) বিশ্ববিদ্যালয়ের সেমিনার রুমে আয়োজিত এ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রো ভিসি অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার ও বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির ভারপ্রাপ্ত ভিসি অধ্যাপক ড. আইয়ূব নবী খান। জাপানের ফুকই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. কোজি নাকানে ও অধ্যাপক ড. হিরোগাকি কাজুমাসা অনুষ্ঠানে কি-নোট স্পিকার হিসেবে বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন জাপান সরকার ও ফুকই বিশ্ববিদ্যালয়ের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ডুয়েটকে একটি গবেষণামুখী ও আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করতে বিভিন্ন দেশি-বিদেশি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমঝোতা চুক্তি ও সহযোগিতা জোরদার করা হচ্ছে। তিনি আরও জানান, বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, গবেষণা সুবিধা বৃদ্ধি ও ল্যাবরেটরিগুলোর আধুনিকায়নে একটি বড় প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
প্রো ভিসি অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার বলেন, টেক্সটাইল খাত এখন শুধু পোশাক উৎপাদনের মধ্যে সীমাবদ্ধ নয়; এটি ন্যানো প্রযুক্তি, স্মার্ট পরিধেয়, বায়ো ইঞ্জিনিয়ারিং এবং এআই-চালিত প্রডাকশন ইঞ্জিনিয়ারিংয়ের মতো ক্ষেত্রেও বিস্তৃত হয়েছে। তাই টেক্সটাইল গবেষণা ও উদ্ভাবনের জন্য ইন্ডাস্ট্রি-ইউনিভার্সিটি পার্টনারশিপ অত্যন্ত জরুরি।
অনুষ্ঠানের আগে জাপানের অধ্যাপকরা ডুয়েটের উপাচার্য ও উপ-উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করেন এবং ফুকই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা চুক্তির কার্যকারিতা আরও বাড়ানোর বিষয়ে আলোচনা করেন।
এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা অংশগ্রহণ করেন। জমা পড়া গবেষণা প্রবন্ধের মধ্য থেকে সেরা তিনটি গবেষণা নির্বাচন করা হয়, যা মূল্যায়ন করেন অধ্যাপক ড. কোজি নাকানে ও অধ্যাপক ড. হিরোগাকি কাজুমাসা।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. আব্দুল হান্নান। সঞ্চালনায় ছিলেন অধ্যাপক ড. মো. এনামুল হক ভূঁইয়া। এছাড়াও বক্তব্য রাখেন অধ্যাপক ড. মো. আবদুস সাহিদ ও অধ্যাপক ড. মো. জাকারিয়া।
উল্লেখ্য, ডুয়েটের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ ও জাপানের ফুকই বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা চুক্তির ধারাবাহিকতায় এই প্রতিযোগিতা আয়োজন করা হয়।