সাতকানিয়া সংবাদদাতা
সাতকানিয়ায় উন্নয়নের নামে ব্যাপক লুটপাট হয়েছে উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সংসদীয় দলের সাবেক হুইপ শাহজাহান চৌধুরী বলেছেন, যারা দিনের ভোট রাতে নিয়ে এমপির পদ দখল করেছিল, উন্নয়নের নামে হরিলুট চালিয়েছিল তারা মানুষের কাছে ঘৃণিত। জনগণ তাদের বিচার করে দিয়েছে, বাকিটাও করবে। তিনি বলেন, আমি ১৯৯১ ও ২০০১ সালে এমপি নির্বাচিত হয়ে সাতকানিয়ায় যেসব প্রকল্প বাস্তবায়ন করেছি, তার পরবর্তী সময়গুলোতে তেমন কোনো উল্লেখযোগ্য উন্নয়ন হয়নি। বরং উন্নয়ন না হলেও উন্নয়নের নামে লুটপাট হয়েছে। যাদের গ্রামে থাকার মতো ঘর ছিল না, তারা এখন দুর্নীতির টাকায় ঢাকা-চট্টগ্রামে অট্টালিকা বানিয়েছে।
তিনি গতকাল বুধবার সকাল থেকে দিনব্যাপী সাতকানিয়া সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের হাজিরপাড়া, চন্দন পাড়া, মজিদিয়ার পাড়া, মাইজপাড়া, আমিনপাড়া, নবীনপাড়া, গাজীরপাড়া, টঙ্কাবতীসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভায় এসব কথা বলেন। পথসভা ও গণসংযোগে এলাকাবাসীর ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
পথসভায় আরও বক্তব্য দেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ ইসহাক, সাতকানিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা কামাল উদ্দিন, ইউনিয়ন আমীর মাওলানা মাহমুদুল হক, নায়েবে আমীর হাফেজ মাওলানা রিদওয়ানুল করিম, সমাজসেবক জাহাঙ্গীর আলম, সাতকানিয়া সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান বেলাল উদ্দিন, ইউনিয়ন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সোলাইমান কাদের, ৯নং ওয়ার্ড জামায়াত সভাপতি মাওলানা মোহাম্মদ হোসেন সোহেল ও সেক্রেটারি মাওলানা রিদওয়ান হোসেন।
গণসংযোগকালে জনাব শাহজাহান চৌধুরী দুর্নীতিমুক্ত মানবিক রাষ্ট্র গঠনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।