স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ

জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে গাজীপুরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিএআরআই)-এর শ্রমিক-কর্মচারীবৃন্দ মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিএআরআই প্রধান ফটকের সামনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে বিপুল সংখ্যক শ্রমিক ও কর্মচারী অংশ নেন।

মানববন্ধনে সভাপতিত্ব করেন শ্রমিক নেতা মোঃ রুহুল আমিন। এ সময় বক্তব্য রাখেন শ্রমিক-কর্মচারী নেতা আতিক খান, রফিকুল ইসলাম, মোঃ সেলিম, শফিকুল ইসলাম, আতাউর রহমান, মামুনুর রশিদ, আবু গালিব ও রুবেল রফিক প্রমুখ।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবি জানানো হলেও এখনো কার্যকর করা হয়নি। তারা স্পষ্টভাবে জানান—৩০ নভেম্বর ২০২৫ এর মধ্যে জাতীয় পে-স্কেল বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

শ্রমিক প্রতিনিধিরা বলেন, আমরা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ গবেষণা প্রতিষ্ঠানে কাজ করি। দেশের কৃষি উন্নয়ন, খাদ্য নিরাপত্তা এবং গবেষণা কার্যক্রম সচল রাখতে শ্রমিক ও কর্মচারীরা নিরলস পরিশ্রম করছেন। কিন্তু ন্যায্য প্রাপ্য বেতনভাতা থেকে আমরা বঞ্চিত হচ্ছি, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

মানববন্ধনে বক্তারা শান্তিপূর্ণভাবে দাবিদাওয়া আদায়ের প্রত্যয় ব্যক্ত করেন এবং সরকারের নিকট দ্রুততম সময়ের মধ্যে জাতীয় পে-স্কেল বাস্তবায়নের জোর দাবি জানান।