স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মহিষবাথান এলাকায় চলন্ত ট্রেন থেকে পড়ে এক অজ্ঞাতপরিচয় যুবকের (প্রায় ২৮) মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যার আগে সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনটি দুর্ঘটনাস্থল অতিক্রম করার সময় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত যুবক ট্রেনের দরজার সামনে দাঁড়িয়ে বাইরের দিকে ঝুলে শরীরে বাতাস নিচ্ছিলেন। এ সময় হঠাৎ সিগন্যাল পোস্টের সঙ্গে ধাক্কা খেয়ে তিনি নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান। তার পরনে ছিল নীল রঙের টি-শার্ট ও কালো জিন্স।
কালিয়াকৈর হাইটেক সিটি রেলওয়ে স্টেশন মাস্টার, খোরশেদ আলম বলেন, “ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যাওয়া সিল্কসিটি ট্রেনটি হাইটেক সিটি রেলওয়ে স্টেশন অতিক্রমের সময় দুর্ঘটনাটি ঘটে।”
জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক, নাদির উজ-জামান জানান, নিহতের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলছে।