নারায়ণগঞ্জ শহর ও বন্দর এলাকার লক্ষ লক্ষ মানুষের ভোগান্তি লাঘব এবং এই অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে শীতলক্ষ্যা নদীর ওপর আরও দুটি সেতু নির্মাণ জরুরি বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামী ৫ আসনের এমপি প্রার্থী মাওলানা মইনুদ্দিন আহমাদ।

তিনি বলেন, বর্তমানে শীতলক্ষ্যার দুই পাড়ের বাসিন্দাদের যাতায়াতে যে তীব্র দুর্ভোগ পোহাতে হচ্ছে, তা নিরসনের জন্য শুধুমাত্র প্রস্তাবিত ‘কদমরসুল সেতু’ যথেষ্ট নয়। শহরের দুটি গুরুত্বপূর্ণ খেয়াঘাট সংলগ্ন এলাকায় আরও দুটি নতুন সেতু দ্রুত নির্মাণের উদ্যোগ নেওয়া আবশ্যক।

এক বিবৃতিতে মাওলানা মইনুদ্দিন আহমাদ বলেন, “নারায়ণগঞ্জ শহর ও বন্দরকে সংযোগকারী তৃতীয় শীতলক্ষ্যা সেতুটি শহরের কেন্দ্রস্থল থেকে দূরে অবস্থিত হওয়ায় দৈনন্দিন যাতায়াতকারী বিশাল সংখ্যক মানুষ এর সুফল পাচ্ছেন না। শহর ও বন্দরের মধ্যবর্তী খেয়াঘাটগুলো ব্যবহার করেই প্রতিদিন লাখ লাখ মানুষ জীবীকার তাগিদে নদী পার হন।”

গুরুত্বপূর্ণ দুটি সেতুর প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে ঝুলে থাকা কদমরসুল সেতুর নির্মাণকাজ দ্রুত শুরু ও সম্পন্ন করা উচিত। তবে, সেতুর নকশা নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে, তা অবিলম্বে বিশেষজ্ঞ কমিটি দিয়ে পর্যালোচনা করে জনস্বার্থের অনুকূলে দ্রুত সমাধান করতে হবে। এটি যেন নতুন করে শহরে যানজট সৃষ্টি না করে, সেদিকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

শহর ও বন্দরের মধ্যবর্তী আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে আরও একটি সেতু নির্মাণের জন্য সরকারকে নতুন প্রকল্প গ্রহণ করতে হবে। এর ফলে উভয় পাড়ের মানুষের স্বাস্থ্যসেবা, শিক্ষা ও বাণিজ্যিক যোগাযোগ সহজ হবে এবং সামগ্রিক অর্থনৈতিক গতি বাড়বে।

মাওলানা মইনুদ্দিন আহমাদ আরও বলেন, অপর্যাপ্ত যোগাযোগ ব্যবস্থার কারণে রাতে বন্দরের অসুস্থ রোগীরা সময়মতো শহরের আধুনিক হাসপাতালে পৌঁছাতে পারেন না। বিশেষ করে বর্ষা বা জরুরি পরিস্থিতিতে এই দুর্ভোগ চরমে পৌঁছায়।

তাই, জনগণের দীর্ঘদিনের এই প্রত্যাশা পূরণে সরকারের দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তিনি।

তিনি আশা প্রকাশ করেন, নারায়ণগঞ্জকে একটি আধুনিক ও জনবান্ধব শহরে পরিণত করতে হলে এই অঞ্চলের অবকাঠামোগত উন্নয়ন, বিশেষ করে সেতু নির্মাণে, সরকারকে অগ্রাধিকার দিতে হবে।: নারায়ণগঞ্জ শহর ও বন্দর এলাকার লক্ষ লক্ষ মানুষের ভোগান্তি লাঘব এবং এই অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে শীতলক্ষ্যা নদীর ওপর আরও দুটি সেতু নির্মাণ জরুরি বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামী ৫ আসনের এমপি প্রার্থী মাওলানা মইনুদ্দিন আহমাদ।