সোনাতলা (বগুড়া) সংবাদদাতা : বগুড়ার সোনাতলায় বৃহস্পতিবার দুটি কেন্দ্রে দ্যা ব্রিলিয়্যান্ট ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।সোনাতলা ফাজিল মাদ্রাসা ও সুখানপুকুর বালিকা উচ্চ বিদ্যালয়ে সকাল ১০হতে দুপুর ১টা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বার্ষিক সাধারণ সভা
নান্দাইল (ময়মনসিংহ)
ময়মনসিংহের নান্দাইল ডায়াবেটিক সমিতি (নাডাস)-এর ষষ্ঠ বার্ষিক সাধারণ অধিবেশন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে উপজেলা ডায়াবেটিক হাসপাতাল প্রাঙ্গণে সমিতির নিজস্ব আয়োজনে এই অধিবেশন অনুষ্ঠিত হয়। সমিতির সহ-সভাপতি ডা. তাজুল ইসলাম খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাবিবুর রহমান ফকিরের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তারা সমিতির বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
পুরস্কার বিতরণী
নিকলী (কিশোরগঞ্জ)
গত বৃহস্পতিবার ২৫ ডিসেম্বর কিশোরগঞ্জ জেলা শহরে ইউনাইটেড কেয়ার স্কুল এন্ড হোমসের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত তিন পর্বের কুইজ প্রতিযোগিতার ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। জানা গেছে গত বৃহস্পতিবার তৃতীয় পর্বের ইউনাইটেড কেয়ার স্কুল এন্ড হোমসের নীলগঞ্জ মোড় হাই স্কুল শাখার মিলনায়তনে কুইজ প্রতিযোগিতার ক শাখার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ক্রীড়া প্রতিযোগিতা
রংপুর অফিস : রংপুর ক্যাডেট কলেজের ৪ দিনব্যাপী আয়োজিত আন্তঃহাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী গত বুধবার ক্যাডেট কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিআইআরসির কমান্ড্যন্টন মেজর জেনারেল মোহাম্মদ আফতাব হোসেন। রংপুর ক্যাডেট কলেজের অধ্যক্ষ লে. কর্নেল মোহাম্মদ মতিউল ইসলাম মন্ডল। কলেজের এ্যডজুটেন্ট মেজর মোহাম্মদ রিফাত সিয়াম এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।
শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
ফুটবল টুর্নামেন্ট
দেওয়ানগঞ্জ (জামালপুর) : বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দেওয়ানগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে গত ২৪ নভেম্বর বুধবার বিকাল ৩ ঘটিকায় বাহাদুবাবাদ উচ্চবিদ্যালয় মাঠে অন্ত উপশাখা ফুটবল টুর্নামেন্টের আয়েজন করা হয়।
ফুটবল টুর্নামেন্ট প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর জামালপুর জেলা শাখার সাবেক আমীর, কেন্দীয় মজলিসে শূরা সদস্য ও ১৩৭ (জামালপুর-১) দেওয়ানগঞ্জ-বক্সিগঞ্জ আসনের জামায়াতের এমপি প্রার্থী এডভোকেট নাজমুলহক সাঈদি।
ভারতীয় মাল ও মাদক উদ্ধার ॥ গ্রেফতার ৫
দাউদকান্দি (কুমিল্লা) : কুমিল্লার হোমনায় সেনাবাহিনী ও পুলিশের এক যৌথ অভিযানে মাদকদ্রব্যসহ ৪ ব্যক্তিকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার মাথাভাঙ্গা ইউনিয়নের ছয়ফুল্লাকান্দি এলাকায় এ অভিযান পরিচালিত হয়।আটক ব্যক্তিদের কাছ থেকে ৪ বোতল ফেনসিডিল এবং ২৬ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এছাড়াও মাদক বিক্রির নগদ ১ লাখ ৮৩ হাজার টাকা উদ্ধার করেছে যৌথ বাহিনী।আটককৃতরা হলেন মেহেদী মাহমুদ ওরফে পিয়ার (৩০), নুরুজ্জামান ওরফে বাবু (২৬),আনিছ (৩৯),সুমন (৪০)হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোরশেদুল আলম চৌধুরী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং যথাযথ প্রক্রিয়ায় তাদের আদালতে সোপর্দ করা হবে।
দেওয়ানগঞ্জ (জামালপুর)
জামালপুরের দেওয়ানগঞ্জে বিপুল পরিমাণ ভারতীয় কাপর জব্দ করেছে ৩৫ বিজিবির সদস্যরা।
গত বুধবার (২৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে দেওয়ানগঞ্জ উপজেলার বিজিবির ঝাওডাঙ্গা বিওপির সদস্যরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের পিকআপ গাড়িতে তল্লাশি করে এসব ৪৭ বান্ডিল থান কাপর উদ্ধার করেন।
জামালপুর ৩৫ বিজিবির ঝাওডাঙ্গা বিওপির সূত্র জানায়, সুন্দরবন কুরিয়ার সার্ভিসের পিকআপ গাড়িতে করে কুড়িগ্রামের রৌমারী থেকে ভারতীয় শার্ট ও পাঞ্জাবির কাপরের কয়েকটি বস্তা শেরপুরে নেওয়া হচ্ছে গোপন সংবাদের ভিত্তিতে এমন খবর পেয়ে বিজিবির টহল দল রৌমারী- ঢাকা সড়কের দেওয়ানগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ঝাওডাঙ্গা এলাকায় অবস্থান নেয়।
পরে কুরিয়ার সার্ভিসের গাড়িটিতে ঝাওডাঙ্গায় পৌছলে গাড়িটি থামিয়ে তল্লাশি করা হয়। এসময় ওই গাড়িতে থাকা ৫ হাজার ১৩১ মিটার ভারতীয় থান কাপর জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ২৫ লাখ ৬৫ হাজার ৫০০ টাকা।
জামালপুর ৩৫ বিজিবির ঝাওডাঙ্গা বিওপির নায়েব সুবেদার ফোরমান আলী জানান, ভারতীয় কাপর জব্দের ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
মোংলা
মোংলায় কোস্টগার্ড ও পুলিশের যৌথ অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে মোংলা সরকারি কলেজের পাশে ক্যাডেট মাদ্রাসা সংলগ্ন ভাসানী সড়ক এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে যৌথ বাহিনী (কোস্টগার্ড ও পুলিশ) সন্দেহভাজন মাদক ব্যবসায়ী মনা ভুইয়া (৩৫)-কে তল্লাশি করে তার দেহ থেকে ২৭ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে। পরে তাকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে মোংলা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মানিক চন্দ্র গাইন জানান, গ্রেফতারকৃত মনা ভুইয়া দক্ষিণ হলদিবুনিয়া গ্রামের মৃত মজিবুল হকের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মোংলা শহরের বিভিন্ন এলাকায় অবৈধভাবে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
তিনি আরও জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে বুধবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে এবং মাদকের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।