বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর মহানগর শাখার মানব সম্পদ বিভাগের উদ্যোগে মাঠ পর্যায়ে সমাজ কর্মী প্রশিক্ষণ গত শুক্রবার অনুষ্ঠিত হয়েছে।

নগরীর স্থানীয় একটি মিলনায়তনে অনুষ্ঠিত প্রশিক্ষন শিবিরে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিশ্ব বিদ্যালয়ের অধ্যাপক ডক্টর আখতার হোসেন মজুমদার এবং বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর মহানগর শাখার আমীর ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য উপাধ্যক্ষ মাওলানা এটিএম আজম খান। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর রংপুর মহানগর কর্মপরিষদ সদস্য ও মানব সম্পদ বিভাগের পরিচালক মোহাম্মদ আব্দুস সাত্তার শাহ্। প্রশিক্ষণ শিবিরে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জামায়াতের রংপুর মহানগর মানব সম্পদ বিভাগের প্রশিক্ষক মোহাম্মদ আল আমীন হাসান, মোহাম্মদ মশিউর রহমান, মোহাম্মদ মফিজ উদ্দিন সরকার, এডভোকেট মোহাম্মদ মাহবুব আলম, মোহাম্মদ মিজানুর রহমান ও মাওলানা মুজাহিদুল ইসলাম।

প্রশিক্ষণ শিবিরে রংপুর মহানগর শাখার বিভিন্ন ইউনিটের বাছাইকৃত সদস্যগন অংশগ্রহন করেন।