শ্রীপুর (মাগুরা) সংবাদদাতা : মাগুরায় বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন শনিবার ২০ ডিসেম্বর দুপুরে মাগুরা জেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। মাগুরা জেলা পল্লী চিকিৎসক সমিতির সভাপতি আলহাজ্ব আব্দুর রাজ্জাক এ-র সভাপতিত্বে অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপ স্থিত ছিলেন সাবেক মন্ত্রী কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান্যান এড, নিতাই রায় চৌধুরী। সম্মেলনে প্রধান বক্তা ছিলেন মাগুরা জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মনোয়ার হোসেন খান, সম্মানিত অতিথি হিসেবে আলহাজ্ব আলী আহমেদ বক্তব্য রাখেন। সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি সবুজ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আক্কাস আলী, পল্লী চিকিৎসক সমিতি কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক নুরে আলম দিপু বক্তব্য রাখেন। সম্মেলনে মাগুরা জেলার ৪ উপজেলার পল্লী চিকিৎসক, স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সম্মেলনে সঞ্চালনের দায়িত্বে ছিলেন মাগুরা জেলা পল্লী চিকিৎসক সমিতির সাধারণ সম্পাদক আবু বক্কার মোল্লা।
গ্রাম-গঞ্জ-শহর
পল্লী চিকিৎসক সমিতির সম্মেলন
মাগুরায় বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন শনিবার ২০ ডিসেম্বর দুপুরে মাগুরা জেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।