নরসিংদী সংবাদদাতা : নরসিংদী জেলা কারাগার পরিদর্শন করেছেন অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল মো. তানভীর হোসেন পিএসসি। বুধবার (১৮ জুন) সকালে তিনি নরসিংদী জেলা কারাগারে পৌছলে স্থানীয় কারাকর্তৃপক্ষ তাঁকে স্বাগত জানান। তিনি কারাগারের সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন। পরে তিনি সকাল ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বড়ইতলা এলাকায় নতুন নিমার্ণাধিন নরসিংদী জেলা কারাগার পরিদর্শনে যান। সেখানে তিনি কারাগারে নির্মার্ণাধিন প্রশাসনিক ভবন, সাক্ষাৎকার ব্লক, দর্শনার্থী অপেক্ষাগার, ব্যাচেলর অফিসার কোয়াটার, এমআই ইউনিট, মহিলা বিচারাধীন ও সাজাপ্রাপ্ত বন্দী ব্যারাক, পুরুষ বিচারাধীন বন্দী ব্যারাক, সাজাপ্রাপ্ত বন্দী ভবন, মানসিক সমস্যায় আক্রান্ত বন্দী ব্যারাক, পুরুষ শ্রেণীপ্রাপ্ত বন্দী ভবন, কন্ডেম এবং নিরাপত্তা সেল, পুরুষবন্দী হাসপাতাল বিল্ডিং, অভ্যন্তরীন ক্যান্টিন, প্রশাসনিক ওয়ার্ড, আবাসিক ভবনসহ বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন।

এসময় সাথে ছিলেন, নরসিংদী জেল সুপার শামীম ইকবাল, গাজীপুর জেল সুপার মো. রফিকুল কাদের, নরসিংদী গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী এ এস এম মুসা, বিশ্বাস ট্রেডিং এন্ড কনস্ট্রাকশন এর প্রজেক্ট ম্যানেজার ইঞ্জিনিয়ার ফয়সাল বিন ইসলাম প্রমুখ।