বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববদ্যালয়ের এসএসসি ভর্তি পরীক্ষা’২০২৫ গতকাল শনিবার রংপুর নগরীর রংপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। যে সকল শির্ক্ষাথী বাউবির এসএসসিতে ভর্তি হতে ইচ্ছুক তবে তাদের ৮ম শ্রেণী পাশের র্সাটিফিকেট নেই, তাদের শিক্ষা লাভের পুনরায় সুযোগ দেয়ার লক্ষ্যে রংপুর বিভাগের সকল জেলা থেকে আসা শির্ক্ষাথীদের ভর্তি পরীক্ষা’২০২৫ দুপুর আড়াইটা থেকে সাড়ে চারটা পর্যন্ত অনুষ্ঠিত হয়।
এ সময় রংপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা পরিদর্শনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববদ্যালয়ের প্রোভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর দিল রওশন জিন্নাত আরা নাজনিন, প্রফেসর ডক্টর আবু তালেব, ওপেন স্কুলের প্রধান পরির্দশক মোহাম্মদ কবির উদ্দিন, রংপুর আঞ্চলিক পরিচালক আবু হাফিজ মোহাম্মদ ফজলে নিজামী, রংপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মফিজ উদ্দিন সরকার, তৃতীয় লিঙ্গের নেতৃী আনোয়ারা ইসলাম রানী ।
উল্লেখ্য, রংপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এবারে তৃতীয় লিঙ্গের ২০ জন শির্ক্ষাথী সহ মোট শির্ক্ষাথী ১৬৫ জন শির্ক্ষাথী অংশগ্রহণ করে।