জুলাই সনদ বাস্তবায়ন ও নাশকতার প্রতিবাদে গাজীপুর মহানগর জামায়াতের উদ্যোগে বুধবার (১২ অক্টোবর) সন্ধ্যার পর বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মিছিলটি গাজীপুর চন্দনা চৌরাস্তা থেকে শুরু হয়ে ঢাকা-ময়মনসিংহ-টাঙ্গাইল সড়ক প্রদক্ষিণ করে, পরে চন্দনা চৌরাস্তা এলাকায় এক পথসভা অনুষ্ঠিত হয়।
মিছিলে নেতৃত্ব দেন গাজীপুর মহানগর নায়েবে আমির ও গাজীপুর-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোঃ হোসেন আলী। এছাড়া মিছিলে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর ও জেলার অন্যান্য নেতাকর্মীরা, যেমন আফজাল হোসাইন, আকরামূল ইসলাম, শাহিনুল ইসলাম, মুনসুর আহমেদ, নুর আলম, আসিফ হাসান ইয়াকুব ও আল আমীন সিফাতী।
পথসভায় হোসেন আলী বলেন, দেশের গণতন্ত্র ও আইনের শাসন রক্ষা করতে হলে সব শ্রেণীর মানুষের অংশগ্রহণ অপরিহার্য। জুলাই সনদ বাস্তবায়ন, গণহত্যার বিচার নিশ্চিত করা এবং দেশের শান্তি ও স্থিতিশীলতা রক্ষা করতে আমরা সর্বাত্মক চেষ্টা চালাব। আমাদের লক্ষ্য দেশকে ন্যায়, আইন ও সামাজিক উন্নয়নের পথের দিকে এগিয়ে নিয়ে যাওয়া।
বক্তারা আরও বলেন, নিষিদ্ধ আ.লীগের নাশকতা প্রতিরোধ করা সময়ের দাবি। অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দিয়ে প্রতিবাদ জানান এবং জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। মিছিলে এলাকাবাসী ও ছাত্র, যুব সমাজও অংশগ্রহণ করেন, যা পুরো এলাকায় গণতান্ত্রিক শক্তির উপস্থিতি আরও দৃঢ় করেছে।