শাজাহানপুর (বগুড়া) সংবাদদাতা: বগুড়ার শাজাহানপুরে জাগ্রত আমি বাংলাদেশ স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি উপজেলার সাজাপুর ফুলতলা কামিল মাদরাসা মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল মান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বগুড়া-৭ (শাজাহানপুর-গাবতলী) আসনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি জননেতা গোলাম রব্বানী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বনভূমি একটি দেশের পরিবেশগত ভারসাম্য রক্ষার মূল উপাদান। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার মতে, একটি দেশের অন্তত ২৫% জমি বনভূমি হওয়া প্রয়োজন। অথচ সরকারি হিসাবে বাংলাদেশে বর্তমানে বনভূমির পরিমাণ প্রায় ১৭% হলেও বাস্তবে তা নেমে এসেছে মাত্র ১০–১২%-এ। এই সংকট আমাদের পরিবেশ, সমাজ ও অর্থনীতিতে মারাত্মক প্রভাব ফেলছে। এ সময় তিনি পরিবেশ রক্ষায় গাছ লাগানোর গুরুত্বের ওপর আলোকপাত করেন।
ওতো মাদ্রাসার সহকারী মাওলানা জিকুরুল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামী নায়েবে আমীর ও মাঝিড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা আব্দুস সালাম, খরনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল লতিফ প্রামাণিক, উপজেলা সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম, উপজেলা সহকারী সেক্রেটারি হাফেজ মোকলেছুর রহমান মুকুল, অত্র মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা ওয়ারেছুল মোস্তফা আল আতিক, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি সাইফুল ইসলাম, ইউপি সদস্য আবু বকর সিদ্দিক, শ্রমিক নেতা আফতাব হোসেন ও আব্দুল বারী আপেল।
এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাদিক পার্ক এন্ড রিসোর্টের চেয়ারম্যান সোলাইমান আলী, গুঞ্জন এগ্রো এরোমেটিক অটো রাইস মিলের ম্যানেজিং ডিরেক্টর জাকির হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মমিন, সংগঠনের প্রতিষ্ঠাতা সাগর হোসেন সোহাগ, পরিচালক মোতাসিম বিল্লাহসহ সংগঠনের সদস্যবৃন্দ।
অনুষ্ঠানের শেষে প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়।