নেত্রকোণা সংবাদদাতা : তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন, নেত্রকোণা ও পরিবেশ অধিদপ্তর, নেত্রকোণা জেলা কার্যালয় কর্তৃক বাংলাদেশ শিশু একাডেমী, নেত্রকোণা- এ শিশু কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতার ২৯ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ তারিখে আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে জেলা প্রশাসক মহোদয়ের পক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন মুন জাহান লিজা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা), নেত্রকোণা; জেলা শিশু বিষয়ক কর্মকর্তা, নেত্রকোণা (চলতি দায়িত্ব) মো: রুবেল মিয়া এবং পরিবেশ অধিদপ্তর নেত্রকোণা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আবদুল্লাহ আল মতিনসহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।