খুলনা ব্যুরো : খুলনা বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং ক্লাব নৈয়ায়িক আয়োজিত দুই দিনব্যাপী জাতীয় আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা ‘চতুর্থ নৈয়ায়িক ন্যাশনাল-২০২৫’ এ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) সম্প্রতি প্রতিযোগিতার ফাইনাল রাউন্ডে যবিপ্রবি’র দলটি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) ডিবেটিং ক্লাবকে পরাজিত করে।
প্রতিযোগিতা শেষে রাতে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম। তিনি বলেন, বিতর্ক হচ্ছে আত্ম-উন্নয়নের এক উৎকৃষ্ট ক্ষেত্র। উচ্চশিক্ষা ও গবেষণার কেন্দ্র হিসেবে বিশ্ববিদ্যালয়ে ডিবেটিং ক্লাবে যুক্ত হয়ে শিক্ষার্থীরা নিজেদের বহুমাত্রিকভাবে দক্ষ করে তুলতে পারে। এটি শুধু একাডেমিক ক্ষেত্রেই নয়, ভবিষ্যৎ পেশাগত জীবনেও তাদের জন্য মূল্যবান অভিজ্ঞতা তৈরি করে। নৈয়ায়িকের এ আয়োজন প্রাণবন্ত এবং অনুপ্রেরণাদায়ী হয়েছে। বিতর্ক চর্চার মধ্য দিয়ে শিক্ষার্থীরা নিজেদের প্রস্তুত করছে-এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
কৃতী শিক্ষার্থী সংবর্ধনা
লালপুর(নাটোর) : নাটোরের লালপুরে এসএসসি ও দাখিলসহ সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির লালপুর উপজেলা শাখা।
উপজেলার পূর্ব শাখা ছাত্র শিবিরের সভাপতি মোঃ শরিফুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা পশ্চিম শাখা শিবিরের সভাপতি মোঃ সাদ্দাম হোসেনের সঞ্চালনায় সম্প্রতি অডিটোরিয়াম হল লালপুর উপজেলার মডেল মসজিদে সম্বর্ধনা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছাত্র-ছাত্রীদের মাঝে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক আব্দুল মোহাইমিন।
বিতরণ
সলঙ্গা (সিরাজগঞ্জ) : সম্প্রতি সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গা থানার ৩নং ধুবিল ইউনিয়নের সাবেক ১নং ওয়ার্ডের আমশড়া জোরপুকুর বাজারে ডিলার নূরুল ইসলাম খোকনের নেতৃত্বে সাবেক ১নং ওয়ার্ডের ইউপি সদস্যদের উপস্থিতে ৪৯০ জন হতদরিদ্রে ও নি¤œআয়ের পরিবারের মাঝে প্রতি জনকে আগষ্ট মাসে ১৫ টাকা দরে ৩০ কেজি করে চাল সন্দুর সুষ্ঠুভাবে বিতারণ করা হয়েছে।
সড়ক দুর্ঘটনা
মুরাদনগর (কুমিল্লা) : কুমিল্লার মুরাদনগরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মালু মিয়া (৫৫) নামে এক তরকারি ব্যবসায়ী নিহত হয়েছেন। সম্প্রতি কোম্পানিগঞ্জ-নবীনগর সড়কের টনকি এলাকায় একটি ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। এতে সিএনজি চালক সাগর মিয়া (২৭) গুরুতর আহত হয়ে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন।
বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে
মোংলা : খুলনার মোংলা-খুলনা মহাসড়কে যাত্রীবাহী একটি বাস ও এলপিজি সিলিন্ডারবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ছয়জন গুরুতর আহত হয়েছেন। সম্প্রতি রামপাল উপজেলার কবিরাজবাড়ি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, খুলনা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসটি ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা খালি এলপিজি সিলিন্ডারবাহী ট্রাকের সঙ্গে সরাসরি সংঘর্ষ হয়। এতে বাসের চালকসহ পাঁচজন যাত্রী গুরুতর আহত হন। সংঘর্ষের ফলে উভয় গাড়ির সামনের অংশ সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়ে যায়।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তবে আহতদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।