মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে গাজীপুর সিটি কর্পোরেশন। দিবসটির তাৎপর্যেক সম্মান জানিয়ে স্থানীয় শহীদ স্মৃতিস্তম্ভে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এর আগে গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সোহেল হাসানের নেতৃত্বে কর্পোরেশনের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালিটি নগর ভবন থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাজবাড়ি মাঠে গিয়ে শেষ হয়। দেশপ্রেম ও বিজয়ের চেতনায় উজ্জীবিত এই র‍্যালিতে অংশগ্রহণকারীরা মুক্তিযুদ্ধের আদর্শ ও স্বাধীনতার মূল্যবোধ তুলে ধরেন।

র‍্যালি শেষে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হয়। এ সময় উপস্থিত কর্মকর্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করেই গাজীপুর সিটি কর্পোরেশন নগরবাসীর কল্যাণে উন্নয়ন ও সেবামূলক কার্যক্রম এগিয়ে নিয়ে যাবে।