বাংলাদেশ জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেন, বাংলাদেশের জনগণ এখন ভোটাধিকার প্রয়োগের জন্য উদগ্রীব। দীর্ঘ ১৫ বছর ফ্যাসিবাদী আওয়ামী লীগ জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছিল। টেকসই গণতন্ত্রের জন্য স্বচ্ছ-নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অপরিহার্য। জনগণ এবার প্রকৃত দেশপ্রেমিক সৎ ও যোগ্য প্রার্থীকে নির্বাচিত করবে। গতকাল বুধবার চট্টগ্রাম মহানগরী জাতীয় সংসদ নির্বাচনে ৮ ও ৯ আসন কমিটির দায়িত্বশীদের পৃথক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, জামায়াতে ইসলামী ইনসাফের ভিত্তিতে একটি সমৃদ্ধ ও কল্যাণকর রাষ্ট্র গঠন করতে বদ্ধপরিকর, সেই আলোকে সততা, যোগ্যতা, দক্ষতা ও আমানতদারীতাসহ সবদিক বিচার বিশ্লেষণ করে জামায়াতে ইসলামী সারাদেশে প্রার্থী দিচ্ছে। জনগণের আশা আকাঙ্খা বাস্তবায়নে নিরলস ভাবে আমরা কাজ করে যাচ্ছি। এছাড়াও তিনি সকলকে জুলাই বিপ্লবের অধিকার আদায়ের জন্য ঐক্যবদ্ধ থাকার উদাত্ত আহ্বান জানান।

আসন পরিচালক ও নগর জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি ফয়সাল মুহাম্মদ ইউনুস ও মোরশেদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে দেওয়ান বাজারস্থ নগর জামায়াতে কার্যালয়ে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগরী জামায়াতে ইসলামীর আমীর ও সাবেক এমপি শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম ৯ সংসদীয় আসনের জামায়াত মনোনীত পদপ্রার্থী ডা. এ কে এম ফজলুল হক, চট্টগ্রাম ৮ সংসদীয় আসনের জামায়াতে মনোনীত পদপ্রার্থী ডা. আবু নাসের, কোতোয়ালি থানা আমীর আমির হোছাইন, চান্দগাঁও থানা আমীর মোহাম্মদ ইসমাইল, বায়েজিদ থানা আমীর মুহাম্মদ জাকির হোসেন, চকবাজার থানা আমীর আহমদ খালেদুল আনোয়ার, পাঁচলাইশ থানা আমীর মাহবুবুল হাসান রুমী, বাকলিয়া থানা আমীর সুলতান আহমদ, ডবলমুরিং থানা আমীর ফারুকে আজম, ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তরের সেক্রেটারি মোমিনুল হক বাকলিয়া থানা নায়েবে আমীর আবুল মনসুর, চান্দগাঁও থানা সেক্রেটারি জসিম উদ্দিন সরকার, কোতোয়ালি থানা সেক্রেটারি মোস্তাক আহমদ, ৯ আসনের সদস্য সচিব তৌহিদ আজাদ প্রমুখ।