গাইবান্ধা সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামী পেশাজীবী বিভাগ গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার ৫ এপ্রিল গাইবান্ধা জেলা শহরের মডেল মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত অনুষ্ঠানে পেশাজীবী বিভাগ গাইবান্ধা জেলা শাখার সভাপতি মোঃ খায়রুল আমীনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা সদর উপজেলা শাখার আমীর মোঃ নুরুল ইসলাম মন্ডল, শহর আমীর অধ্যাপক এ কে এম ফেরদৌস আলম, পেশাজীবীর শহর সভাপতি মাওলানা রেজাউল ইসলাম, এডভোকেট সৈয়দ আলী আসাদ ও আব্দুল আউয়াল প্রমুখ।