পঞ্চগড় সংবাদদাতা: আইনের শাসন প্রতিষ্ঠায় স্বতন্ত্র বিচার বিভাগীয় সচিবালয়ের দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন করেছে জেলা আইনজীবী সমিতি পঞ্চগড়। পঞ্চগড় জেলা আইনজীবী সমিতর ভবন চত্বরে জেলা আইনজীবী সমিতির ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে আইনজীবীরা বলেন আইনের শাসন প্রতিষ্ঠায় পৃথক সচিবালয় গঠন করা হলে দেশের সাধারণ মানুষ ন্যায় বিচার পাবে বলে বক্তব্য তারা জানান।
এ সময় মানববন্ধনে বক্তব্য দেন জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট আদম সুফি, পঞ্চগড় জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট নাজমুল ইসলাম কাজল, জেলা আইনজীবী সমিতির আহবায়ক কমিটির আহবায়ক এ্যাডভোকেট মাহবুবুর রহমানসহ অনেকে।