স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ

কাপাসিয়ার টোক এলাকায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত গাজীপুর–৪ (কাপাসিয়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী সালাহউদ্দিন আইউবী। রোববার(৭ ডিসেম্বর) অনুষ্ঠিত এ মানবিক উদ্যোগে সাড়ে ৩ শতাধিক অসহায় পরিবার শীতবস্ত্র গ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সালাহউদ্দিন আইউবী বলেন, মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানোই আমাদের প্রথম দায়িত্ব। শীত শুধু ঋতু নয়—অনেক মানুষের জন্য কষ্টের নাম। তাদের এই কষ্ট লাঘবে সামান্য সহযোগিতা হলেও তা মানবতার জয়। কাপাসিয়ার প্রতিটি গ্রামে যেন কোনো মানুষ শীতে কষ্ট না পায়, সেটি নিশ্চিত করাই আমার উদ্দেশ্য।

তিনি আরও বলেন, এ অঞ্চল উন্নয়ন, মানবিক সহায়তা ও শিক্ষাসহ প্রতিটি খাতে ইতিবাচক পরিবর্তন আনাই আমার অঙ্গীকার। মানুষের ভালোবাসা ও আস্থা নিয়েই কাপাসিয়ার সেবা করতে চাই।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা জিয়াউর রহমান, আখতার হোসেন ও মুজাহিদুল ইসলাম। তারা সবাই সালাহউদ্দিন আইউবীর মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং এলাকাবাসীর পাশে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, যুবসমাজ ও বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ অংশ নেন এবং শীতবস্ত্র পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।