ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন-২০২৫-এ শিক্ষার্থীদের ঐতিহাসিক বিজয়ের শুকরিয়া আদায় করে দোয়া মাহফিল করেছে খুলনা মহানগরী ছাত্রশিবির। বৃহস্পতিবার সরকারি বিএল কলেজ কেন্দ্রীয় জামে মসজিদে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে ছাত্রশিবিরের মহানগর ও কলেজ নেতৃবৃন্দ, কলেজের শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

মহানগরী ছাত্রশিবিরের সেক্রেটারি রাকিব হাসানের সভাপতিত্বে দোয়া মাহফিলে মহানগরী সাবেক সভাপতি আজিজুল ইসলাম ফারাজী, বি এল কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি এডভোকেট শেখ জাকিরুল ইসলাম, বিএল কলেজ ছাত্রশিবিরের সাবেক সভাপতি আশরাফ হোসেন, ইসরাফিল হোসেন, আসিফ বিল্লাহ, এস এম বেলাল হোসেন, আহমেদ সালেহীন, কামরুল হাসান, বিএল কলেজ ছাত্রশিবিরের সভাপতি হযরত আলী, সেক্রেটারি হুসাইন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন বিএল কলেজ কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা মাহমুদুল হাসান।

নেতৃবৃন্দ বলেন, ডাকসু নির্বাচনে ফ্যাসিবাদের বিরুদ্ধে ছাত্রজনতার বিজয় হয়েছে। ডাকসু নির্বাচনে কোনো নির্দিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীর বিজয় হয়নি। এই বিজয় জুলাই বিপ্লবের সকল শক্তির বিজয়। বিগত দিনে বিভিন্ন ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রশিবিরের গৌরবোজ্জ্বল ইতিহাস রয়েছে। অতীতের ন্যায় ভবিষ্যতেও ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে সকল দল, মত, পথ, বিশ্বাস ও পরিচয়ের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধভাবে স্বপ্নের ক্যাম্পাস গড়ে তোলার চেষ্টায় ছাত্রশিবির অগ্রণী ভূমিকা পালন করবে।