মাগুরা সংবাদাতা: মাগুরা ডায়াবটিক সমিতি পরিচালিত ডাঃ লুৎফর রহমান হাসপাতালে মেজর জেনারেল ( অব.) এম মজিদ উল হক এবং জেবুননেসা মজিদ অপারেশন থিয়েটার ও ইনডোর কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের শিল্প সচিব মোঃ ওবায়দুর রহমান। মজিদ উল হক এ-র কণ্যা ডাঃ সিমিন মজিদ মজিদ এ-র পৃষ্টপোষকতায় মাগুরা লুৎফর রহমান হাসপাতাল মিলনায়তনে শনিবার সকালে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাগুরার জেলা প্রশাসক ও হাসপাতালের সভাপতি মোঃ অহিদুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখরন হাসপাতালের সাধারণ সম্পাদক মুন্সী আলী তারেক। অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাগুরা সদর হাসপাতালের সহকারি পরিচালক ডঃ সাহজাদ সেলিম, মাগুরা জেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন খান, ডাঃ সিমিন মজিদ প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আহসান হাবীব স্মৃতিচারণ মূলক বক্তব্য রাখেন। অনুষ্ঠানে মাগুরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলমগীর হোসেন, বিএনপি নেতা কুতুব উদ্দিন, মাগুরা সতর হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট্যান্ট মেহেদী হাসান,শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গ, হাসপাতাল পরিচালনা কমিটির সদস্যবুন্দ উপস্থিত ছিলেন।