বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শ্যামনগর পশ্চিম থানা শাখার উদ্যোগে উপশাখা দায়িত্বশীলদের নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দিনব্যাপী এই কর্মশালাটি উৎসাহ-উদ্দীপনায় অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা জেলা সেক্রেটারি নাজমুল ইসলাম। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ ও সাবেক সংসদ সদস্য জনাব গাজী নজরুল ইসলাম।

শ্যামনগর পশ্চিম থানা শাখার সভাপতি মোঃ আমিনুর রহমানের সভাপতিত্বে ও থানা সেক্রেটারি আসাদুল্লাহ সাইফীর সঞ্চালনায় কর্মশালাটি সফলভাবে সম্পন্ন হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর পৌর সভাপতি জাহিদ হাসান, সাবেক থানা সভাপতি মুহিত হাসান মুন্না ও আশিকুর রহমান। এছাড়াও কর্মশালায় থানা শাখার বিভিন্ন দায়িত্বশীল নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বক্তারা দায়িত্বশীলদের আদর্শিক, নৈতিক ও সাংগঠনিক উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন এবং ছাত্রশিবিরের লক্ষ্য-উদ্দেশ্য বাস্তবায়নে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।