ময়মনসিংহ সংবাদদাতা : ময়মনসিংহে নবনিযুক্ত জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ময়মনসিংহ মহানগর জামায়াতের নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে ফুলেল শুভেচ্ছা জানিয়ে এই সৌজন্য করেন।

এ সময় মহানগর জামায়াতের আমীর ও ময়মনসিংহ সদর-৪ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাওলানা কামরুল আহসান এমরুলের নেতৃত্বে উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক শহীদুল্লাহ কায়সার, শূরা ও কর্মপরিষদ সদস্য হায়দার করিম, ইঞ্জিনিয়ার আব্দুল বারী, ওয়ালীউল্লাহ মুজাহিদ।