দোয়ারাবাজার (সুনামগঞ্জ) সংবাদদাতা : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসলামী ও সমমনা আট দলীয় জোটের লিয়াজো কমিটি গঠনের লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।

গত ১৪ ডিসেম্বর সকালে দোয়ারাবাজার উপজেলা সদরে জামায়াতে ইসলামীর কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ দোয়ারাবাজার উপজেলা সভাপতি ক্বারি মাওলানা মনিরুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা দেলওয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান ডা. আব্দুল কুদ্দুস, উপজেলা জামায়াতের আমীর ডা. হারুনুর রশিদ, মাওলানা আমজাদ হোসেন, বাংলাদেশ খেলাফত মজলিস দোয়ারাবাজার উপজেলা শাখার সিনিয়র সহসভাপতি মাওলানা আলী হায়দার, সহসভাপতি মাওলানা আক্তার হোসেন, মাওলানা কাজী লুৎফুর রহমান ও সেক্রেটারি মাওলানা জাকির হোসাইন সাঈদ।