শ্রমিকদের দুঃখ-কষ্টে বাস্তব কাজের মাধ্যমে পাশে থাকার রাজনীতিতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বিশ্বাস করে বলে মন্তব্য করেছেন সংগঠনটির কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান। তিনি গতকাল বুধবার বিকেলে চট্টগ্রামের জামালখানস্থ নগর কার্যালয়ে ফেডারেশনের চট্টগ্রাম মহানগরের উদ্যোগে শীতার্ত শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।

এস এম লুৎফর রহমান বলেন, তীব্র শীতে দেশের হাজার হাজার শ্রমিক ও খেটে খাওয়া মানুষ চরম কষ্টে দিন কাটাচ্ছে। শ্রমিক কল্যাণ তথাকথিত শ্রমিক সংগঠনের মতো নয়; এই সংগঠন মানুষের দুঃখ-কষ্টে বাস্তবভাবে পাশে দাঁড়াতে বিশ্বাস করে। তিনি বলেন, রাজনীতি শুধু ক্ষমতা অর্জনের নাম নয়Ñরাজনীতি মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যম।

তিনি আরও বলেন, শ্রমিকরা দেশের অর্থনীতির চালিকাশক্তি হলেও তারা সবচেয়ে বেশি অবহেলার শিকার। কারখানা, বন্দর, পরিবহন ও মাঠে-ঘাটে শ্রমিকরা দেশের উন্নয়নে ভূমিকা রাখলেও শীত, অসুস্থতা কিংবা দুর্যোগে তাদের খোঁজ নেয়ার কেউ থাকে না। এই দায়িত্ববোধ থেকেই শ্রমিক কল্যাণ শীতবস্ত্র বিতরণসহ মানবিক কর্মসূচি পরিচালনা করছে।

তিনি একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করে বলেন, শ্রমিকরা যেন মর্যাদা নিয়ে বাঁচতে পারে, সে লক্ষ্যেই শ্রমিক কল্যাণ কাজ করছে।

তিনি অভিযোগ করেন, অনেক রাজনৈতিক দল উন্নয়নের স্লোগান দিলেও শ্রমিকদের বাস্তব জীবনমান পরিবর্তনে ব্যর্থ হয়েছে। দেশে ইসলামপন্থীরা ক্ষমতায় এলে শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করা হবে।

বক্তব্যের শেষাংশে তিনি বলেন, আজকের শীতবস্ত্র বিতরণ শুধু একটি কর্মসূচি নয়; এটি শ্রমিকদের প্রতি সংগঠনের দায়বদ্ধতার প্রতীক। শ্রমিক সমাজ একদিন ন্যায়, ইনসাফ ও মানবিক রাজনীতির পক্ষে রায় দেবে।

ফেডারেশনের নগর সহ-সভাপতি মকবুল আহমেদ ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নগর সহ-সভাপতি নজির হোসেন, সাংগঠনিক সম্পাদক হামিদুল ইসলাম, কোষাধ্যক্ষ মুহাম্মদ নুরুন্নবী, দপ্তর সম্পাদক স. ম. শামীম, সহ-প্রচার সম্পাদক আব্দুর রহীম মানিক, ট্রেড ইউনিয়ন সম্পাদক মাওলানা জাহাঙ্গীর আলম, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক মনিরুল ইসলাম মজুমদারসহ নগর ফেডারেশনের নেতৃবৃন্দ।