চকরিয়া পৌরসভা জামায়াতের আমীর মো. আরিফুল কবিরের শ্বশুর চট্টগ্রাম লোহাগাড়ার আধুনগর ইসলামিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা সেক্রেটারি বিশিষ্ট সমাজসেবক আলহাজ¦ নুর আহমদ চৌধুরী (৮২) বার্ধক্যজনিত কারণে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত মঙ্গলবার চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে ২ ছেলে ও ৭ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। পারিবারিক সূত্রে জানা গেছে, আজ বুধবার (৩১ ডিসেম্বর) সকাল ১১টায় আধুনগর ইসলামিয়া মাদরাসা প্রাঙ্গণে মরহুমের নামাযে জানাযা অনুষ্ঠিত হবে। পরে মরহুমের মৃতদেহ স্থানীয় কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হবে। এদিকে বিশিষ্ট সমাজসেবক আলহাজ¦ নুর আমহদ চৌধুরীর মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে গভীর শোক প্রকাশ করেছেন কক্সবাজার জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী, সেক্রেটারি জাহেদুল ইসলাম, চকরিয়া-পেকুয়া আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আবদুল্লাহ আল ফারুক, মরহুমের জামাতা চকরিয়া পৌরসভা আমীর মো. আরিফুল কবির ও পৌর সেক্রেটারি মাওলানা কুতুব উদ্দিন হেলালী। শোকদাতাগণ মরহুমের রুহের মাগফিরাত এবং জান্নাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করেন।