খোকসা (কুষ্টিয়া) সংবাদদাতা: কুষ্টিয়া খোকসা উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী শিমুলিয়া ইউনিয়ন শাখার উদ্যোগে শুক্রবার বিকাল ৩: ০০ ঘটিকায় মোটরসাইকেল শোভাযাত্রার পর বিলজানি বাজার প্রাঙ্গণে দাওয়াতী সমাবেশ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে জামায়াতে ইসলামী শিমুলিয়া ইউনিয়ন সেক্রেটারি মাওলানা আব্দুল মোমিনের সঞ্চালনায় ও শিমুলিয়া ইউনিয়ন আমীর সাইফুর রহমান আল-আমিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় শূরা সদস্য ও কুষ্টিয়া জেলা আমীর অধ্যাপক মাওলানা আবুল হাশেম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা সহকারী সেক্রেটারি মোঃ সোহরাব উদ্দিন, খোকসা-কুমারখালী এমপি মনোনীত প্রার্থী জামায়াতে ইসলামী কুমারখালী উপজেলা শাখার নায়েবে আমীর মোঃ আফজাল হুসাইন, জামায়াতে ইসলামী খোকসা উপজেলা শাখার আমীর মোঃ নজরুল ইসলাম, খোকসা উপজেলা শাখার ওলামা বিভাগের সভাপতি মাওলানা মতিউর রহমান নাটোরীসহ আরো স্থানীয় নেতাকর্মীরা। বক্তারা বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে ইসলামী শাসন ব্যবস্থার মাধ্যমে দেশ পরিচালিত হবে। কুরআনের আইন প্রতিষ্ঠিত হলে থাকবে না বেকার যুবক, অন্যায় ব্যভিচার, সুদ-ঘুষ, সন্ত্রাসমুক্ত সমাজ এবং যাকাত ভিত্তিক অর্থব্যবস্থা।
গ্রাম-গঞ্জ-শহর
কুষ্টিয়ার খোকসায় জামায়াতের সমাবেশ
কুষ্টিয়া খোকসা উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী শিমুলিয়া ইউনিয়ন শাখার উদ্যোগে শুক্রবার বিকাল ৩: ০০ ঘটিকায় মোটরসাইকেল শোভাযাত্রার পর বিলজানি বাজার প্রাঙ্গণে দাওয়াতী সমাবেশ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
Printed Edition
