চারঘাট (রাজশাহী) সংবাদদাতা: রাজশাহীর চারঘাট পৌরসভা জামায়াতে ইসলামীর সাবেক সেক্রেটারি ও বর্তমান কর্মপরিষদ সদস্য হাফিজুল হক (৬০) ইন্তিকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গত রোববার তিনি সন্ধ্যা সাড়ে ৭টায় নিজ বাসভবনে মারা যান। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও রাজশাহী জেলার আমীর অধ্যাপক আব্দুল খালেক এবং জেলা সেক্রেটারি মো. গোলাম মর্তুজা। এক যৌথ শোকবার্তায় তারা মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। তারা মহান আল্লাহর কাছে দোয়া করেন যেন মরহুমের নেক আমল কবুল করে তাঁকে জান্নাতবাসী করেন এবং শোকাহত পরিবারকে ধৈর্য ধারণের তৌফিক দান করেন। উল্লেখ্য, হাফিজুল হক গত ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকারের আমলে একের পর এক হয়রানিমূলক মামলার শিকার হয়ে মানবেতর জীবন-যাপন করেন। তিনি পরিবার-পরিজনকে ইসলামী আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত রেখেছিলেন।
রামপুরা ব্রিজে লরির ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত
স্টাফ রিপোর্টার: রাজধানীর রামপুরা ব্রিজের ওপর লরির ধাক্কায় নাজমুল ইসলাম (৪৬) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। গতকাল সোমবার সকাল সোয়া ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত নাজমুল চুয়াডাঙ্গার জীবন নগর উপজেলার নারায়নপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে।
নিহতের সহকর্মী ইকবাল জানান, আমরা দুজন প্রভিটা গ্রুপে কর্মরত আছি। সকালের দিকে রামপুরা ব্রিজের ওপর দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় তেলবাহী লরির সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত হন নাজমুল। পরে পুলিশের সহায়তায় গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি জানান, এই ঘটনায় তেলবাহী লরিটি পুলিশের হেফাজতে রয়েছে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, নিহত নাজমুলের মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।