বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা : পটুয়াখালীর বাউফলে জামায়াতে ইসলামী বাউফল উপজেলার উদ্যোগে ঈদ পুর্নমিলনী অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি জামায়তের বাউফল উপজেলা কার্যালয়ে এ ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। উপজেলা আমীর মাও. মুহা. ইসাহাক মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, পটুয়াখালী জেলা জামায়তের সহকারী সেক্রেটারি অধ্যাপক এবিএম সাইফুল্লাহ, বিশেষ অতিথি ছিলেন পল্টন থানার সাকে সেক্রেটারি অতিকুল ইসলাম নজরুল, বরিশাল মহানগরী জামায়তের কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাও. মু. ইসমাইল, মুফতি জাকির হোসেন। এসময় বাউফল উপজেলার বাসিন্দা ঢাকাসহ বিভিন্ন দেশে কর্মরত প্রবাসীরা উপস্থিত থেকে বক্তব্য পেশ করেণ। অনুষ্ঠানটি বাউফল উপজেলায় অবস্থানরত ও প্রবাসীদের মিলনমেলায় পরিনত হয়। বক্তারা বাউফলে মাটি ও মানুষের প্রিয় নেতা ড. শফিকুল ইসলাম মাসুদের হাতকে শক্তিশালী করা ও সকল ইসলামী শক্তিকে ঐক্যবদ্ধ করে অগামী যে কোন নির্বাচনে আল কোরানের পক্ষের শক্তিকে বিজয় করার যে কোন সহযোগীতার অঙ্গীকার ব্যক্ত করেন।
গ্রাম-গঞ্জ-শহর
বাউফলে জামায়াতের ঈদ পুনর্মিলনী
পটুয়াখালীর বাউফলে জামায়াতে ইসলামী বাউফল উপজেলার উদ্যোগে ঈদ পুর্নমিলনী অনুষ্ঠিত হয়েছে।
Printed Edition
