আগামী ২৪ জানুয়ারী কক্সবাজারের কুতুবদিয়া দ্বীপে আধুনিক সি-ট্রাক পরিবহন সেবা চালু হতে যাচ্ছে। উপকূলীয় উন্নয়ন পরিষদের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন উপকূলীয় উন্নয়ন পরিষদের নির্বাহী পরিচালক ও অতিরিক্ত সচিব (অব:) ড. খুরশীদ আলম। একই সাথে তিনি সি ট্রাক প্রকল্প বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় সাবেক সংসদ সদস্য ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
ড. খুরশীদ আলম জানান, দীর্ঘদিন ধরে অনিরাপদ নৌ- যোগাযোগে কুতুবদিয়ার মানুষ চরম ভোগান্তির শিকার। সি-ট্রাক সেবা চালুর ফলে দ্বীপবাসীর জীবনমান উন্নয়ন, ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ এবং দুর্যোগকালীন নিরাপদ যাতায়াতে নতুন সম্ভাবনার সৃষ্টি হয়েছে।

তিনি জানান কুতুবদিয়া–মহেশখালী অঞ্চলের গণমানুষের নেতা ড. হামিদুর রহমান আযাদ কুতুবদিয়ার নিরাপদ নৌ-যোগাযোগ নিশ্চিত করতে দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন। এরই ধারাবাহিকতায় গত ২৪ এপ্রিল ২০২৫ তারিখে তিনি মাননীয় উপদেষ্টাকে ডিও লেটার প্রদান করেন, যার প্রেক্ষিতে সরকার আশু সমাধান হিসেবে কুতুবদিয়ায় সি-ট্রাক সেবা চালু করাছে। এজন্য তিনি উপদেষ্টাকে ধন্যবাদ জানান।
সেই সাথে টেকসই ও স্থায়ী সমাধান কল্পে পূর্ণাঙ্গ ফেরি সার্ভিস চালুর জোর দাবী জানায় উপকূলীয় উন্নয়ন পরিষদ। সি - ট্রাকের এই উদ্যোগ বাস্তবায়নে নৌ-পরিবহন মন্ত্রণালয়, বিআইডব্লিউটিএ, বিআইডব্লিউটিসি ও সংশ্লিষ্ট সকল দপ্তরের সমন্বিত প্রচেষ্টাকেও সাধুবাদ জানানো হয়।