মোংলা সংবাদদাতা: বাগেরহাট জেলার মোংলায় বিশেষ অভিযানে সাড়ে ১০ কেজি হরিণের গোশত ও আটটি পা-সহ একজন কুখ্যাত হরিণ শিকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। গতকাল শুক্রবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।

কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে কোস্ট গার্ড স্টেশন হারবারিয়ার সদস্যরা একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে মোংলা থানার সাইলো সংলগ্ন এলাকায় সন্দেহভাজন একজন ব্যক্তিকে আটক করা হয়। পরে তার কাছে তল্লাশি চালিয়ে সাড়ে ১০ কেজি হরিণের গোশত ও আটটি পা উদ্ধার করা হয়। আটককৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে সুন্দরবনের বিভিন্ন এলাকায় অবৈধভাবে হরিণ শিকার করে আসছিল বলে ধারণা করা হচ্ছে। অভিযানের পর জব্দকৃত হরিণের গোশত ও আটক শিকারীকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চাঁদপাই ফরেস্ট অফিসের নিকট হস্তান্তর করা হয়। বন বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। কোস্ট গার্ডের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা ও বন্যপ্রাণী সংরক্ষণে তারা সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। সুন্দরবন শুধু বাংলাদেশের নয়, পুরো বিশ্বের একটি অনন্য প্রাকৃতিক সম্পদ। এখানকার জীববৈচিত্র্য ধ্বংস হলে পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়বে। এ কারণে বন্যপ্রাণী হত্যা ও পাচার বন্ধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম আরও জোরদার করা হবে।

কোস্ট গার্ডের কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, “সুন্দরবনের সম্পদ রক্ষা করা আমাদের দায়িত্ব। তাই যেকোনো ধরনের বন্যপ্রাণী শিকার বা পাচার প্রতিরোধে কোস্ট গার্ড সর্বদা সজাগ রয়েছে। জনসাধারণের সহযোগিতার মাধ্যমেই এ ধরনের অপরাধ প্রতিরোধ আরও কার্যকর হবে।”