রেজাউল করিম রাসেল, কুমিল্লা অফিস : কুমিল্লায় মুক্তিযোদ্ধা সংসদের জায়গা দখল করে আওয়ামী লীগ অফিস করার অভিযোগ উঠেছে সাবেক এমপি আ ক ম বাহাউদ্দিন (ফ্যাসিস্ট বাহার) বিরুদ্ধে। শনিবার (১৯ এপ্রিল) সকালে কুমিল্লা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ তোলেন ন্যাশানাল ফ্রিডম ফাইটার্স ফাউন্ডেশনের নেতারা। বক্তব্যে ন্যাশনাল ফ্রিডম ফাইটার্স ফাউন্ডেশন কুমিল্লা শাখার আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মো. ইউনুস আলী বলেন, কুমিল্লা নগরীর কান্দিরপাড়ের রামঘাটলা এলাকায় কুমিল্লা মুক্তিযোদ্ধা সংসদের ১০ শতাংশ জায়গা বরাদ্দ ছিল। এতে নজর লাগে কুমিল্লা-৬ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আ ক ম বাহাউদ্দিন বাহারের। তাই নানান কৌশলে সেই জায়গা নেয়ার চেষ্টা করেন তিনি। পরে সেই জায়গায় আওয়ামী লীগের কুমিল্লা মহানগরের অফিস করার পরিকল্পনা করেন। সেজন্য ২০১৭ সালে মুক্তিযোদ্ধাদের এই ১০ শতাংশ জমি বাগিয়ে নিতে সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সফিউল আহাম্মদ বাবুলকে হাত করেন। সফিউল আহাম্মদ বাবুল কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সহসভাপতি পদে ছিলেন। বীর মুক্তিযোদ্ধা মো. ইউনুস আলী বলেন, কুমিল্লা সদরের এমপি বাহার ২০১৭ সালের ২৯ অক্টোবর মুক্তিযোদ্ধাদের বরাদ্দকৃত জায়গাটি অনিয়ম তান্ত্রিক উপায়ে সফিউল আহমেদ বাবুলের কাছ থেকে এক কোটি ৪৮ লাখ টাকার বিনিময়ে রেজিস্ট্রি দলিল করে নেয়। সফিউল আহাম্মেদ বাবুল সংসদের জায়গা বিক্রি করে এনসিসি ব্যাংক কুমিল্লা শাখার ব্যক্তিগত একাউন্টে জমা হয়। এসময় মুক্তিযুদ্ধারা প্রশ্ন রাখেন, সংগঠনের নামে জায়গা এক ব্যক্তি কিভাবে দলিল সম্পাদন করতে পারে? তা সম্পূর্ণ অনিয়ম অবৈধ। এ বিষয়ে আমাদের ২০২৩ সালে হাইকোর্ট একটি রিট পিটিশন করা আছে। বক্তব্যে মুক্তিযোদ্ধারা বলেন, সফিউল আহাম্মেদ বাবুল মূলত আওয়ামী লীগ নেতা ছিলেন। এমপি বাহার তার দলীয় স্বার্থ হাসিলের জন্য মুক্তিযোদ্ধাদের জায়গা দখলের জন্য এই পায়তারা করেছিল। যার সঙ্গি করে নেন সফিউল আহাম্মদ বাবুলকে। আমরা আমাদের জায়গা ফেরত চাই।
গ্রাম-গঞ্জ-শহর
মুক্তিযোদ্ধা সংসদের জায়গা দখল করে আওয়ামী লীগের অফিস
কুমিল্লায় মুক্তিযোদ্ধা সংসদের জায়গা দখল করে আওয়ামী লীগ অফিস করার অভিযোগ উঠেছে সাবেক এমপি আ ক ম বাহাউদ্দিন (ফ্যাসিস্ট বাহার) বিরুদ্ধে।