বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান বলেছেন, দেশের মানুষ আল্লাহর আইন ও সৎ লোকের শাসন প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ। সে মহতি লক্ষ্যে সকল ইসলামী দলের ঐতিহাসিক জোট হতে যাচ্ছে। তাই জনমানুষের বিপুল প্রত্যাশাকে ধারণ করে, ক্ষুধা ও দারিদ্রমুক্ত নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ঐক্যবদ্ধভাবে ১৯ তারিখের জাতীয় সমাবেশ সফল করতে হবে। প্রতিটি পাড়ায় মহল্লায়, ঘরে ঘরে ইসলামের সুমহান দাওয়াত পৌঁছাতে হবে। জনতার নেতা, মানবিক নেতা আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের ঘোষিত সাত দফা দাবি জনমানুষের দাবিতে পরিণত করতে হবে। তিনি সাত দফা দাবি আদায়ে সকলকে রাজাপথে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। অন্যথায় দেশে সুশাসন প্রতিষ্ঠা সম্ভব হবে না। তিনি বলেন, “জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের স্মৃতিবাহী মাস। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে এই জাতীয় সমাবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই আয়োজনের মাধ্যমে দেশবাসী আবারও ঐক্যবদ্ধভাবে স্বৈরাচারের বিরুদ্ধে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে শক্তিশালী করবে।” তিনি সমাবেশ সফল করতে দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানান। আগামী ১৯ জুলাই জাতীয় সমাবেশ সফল করার লক্ষ্যে খুলনা মহানগরীর দৌলতপুর ও আড়ংঘাটা থানা বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে বুধবার (৯ জুলাই) সকালে ইউনিট প্রতিনিধি সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।
আড়ংঘাটা থানা আমীর মাওলানা মুনাওয়ার আনসারীর সভাপতিত্বে ও দৌলতপুর থানা আমীর মু. মুশাররফ আনসারীর পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন খুলনা মহানগরী সহকারী সেক্রেটারি ও মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আজিজুল ইসলাম ফারাজী, খুলনা মহানগরী কর্মপরিষদ সদস্য মুকাররম বিল্লাহ আনসারী, অধ্যাপক ইকবাল হোসেন, মহানগরী সদস্য আশরাফ হোসেন। অন্যান্যদের মধ্যে দৌলতপুর থানা সেক্রেটারি মাওলানা মহিউদ্দিন আলমগীর, আড়ংঘাটা থানা সেক্রেটারি ফিরোজ আহম্মেদ তুহিন, দৌলতপুর থানা সহকারী সেক্রেটারি ইসমাইল হোসেন পারভেজ, দৌলতপুর থানা কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল হক, মাওলানা হাবিবুর রহমান, ১নং ওয়ার্ড আমীর রেজাউল কবির, ২নং ওয়ার্ড সভাপতি শেখ আলাউদ্দিন, ৩নং ওয়ার্ড সভাপতি সৈয়দ গোলাম কিবরিয়া, ৪নং ওয়ার্ড আমীর রেজাউল ইসলাম, ৫নং ওয়ার্ড আমীর জাকিরুল ইসলাম, ৬ নং ওয়ার্ড আমীর আমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।